[ছড়া-একঃ মুহসীন আলী]

লিখেছেন লিখেছেন সাদ ভাই ১১ আগস্ট, ২০১৪, ০৫:১৫:৪৩ বিকাল



এক.

বেয়াদব লম্পট সংবাদ কর্মী

বেহায়ার দল তোরা ওরে বকধর্মী।

এস্হান ত্যগ কর, আর যেন না দেখি।

লিখতেতো সংবাদে মিথ্যাটা বাধে কি?

তোরা সব গর্ধব শিক্ষিত অল্প

আর কত বলবিরে বানোয়াট কল্প।

আমাদের মেয়েটার অাছে ভালো ডিগ্রী

মাসটার্স করে পাশ জার্নালে শিঘ্রী।

আর তোরা কম জানা জানোয়ার বন্য

বলি আমি এককথা লিখে দিস অন্য।

দুই টাকা খেয়ে তোরা কত কিছু চাস রে

পাছাটাতে আর কত ভরে দিবি বাঁশ রে।

থাকলেই সেইদিন কেবিনেট কাছাতে

ঢুকাতাম আমি বাঁশ তোদেরই পাছাতে।

জেনেরোখ সিলেটেই শশুরের বাড়ি যে

এর সাথে মিশে অাছে মানুষের নাড়ি যে

সময়ও লাগবেনা লেলে দিতে চাল টা

পারবিনা ছিড়তেও কোনদিন বাল টা।

দুই.

ছুড়লেন ক্ষোভগুলো যতছিলো জমা যে।

আয়োজক চায় শুধু পাশ থেকে ক্ষমা যে।

আদিবাসি নেতাদের মান যায় যায় রে

মুসিবতে পড়ে বলে হায় হায় হায়রে

তিন.

সংবাদ কর্মীরা প্রতিবাদে জাগলো

প্রতিষোধে তারপিছে আরো বেশী লাগলো

আড়ালের আরো কথা মিডিয়ার আনলো

পরিনতি হলো টা কি লোকজনে জানলো

চার.

মুহসীন আলী বলে মান যায় যায়রে

হলো টা কি হলো টাকি হায় হায় হায়রে!

খুলিহাল তুলি পাল ঐ তরী চললো

এইবার এইবার তাঁর চোখ খুললো

পাঁচ.

পথে ঘাটে সবখানে হায় হায় বাজে রে

মন্ত্রীর মুখে কভু এই কথা সাজে রে ?

ফেসবুকে....

https://www.facebook.com/photo.php?fbid=276327652564440&set=a.119154581615082.1073741831.100005616219758&type=1&theater

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253254
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২১
অনির্বাণ৯৬ লিখেছেন : হেরে দেখতে পুরা গাঞ্জাখুরের মত লাগে। কাম,কাইজ,কথাবার্তাও গাঞ্জাখুরের মত
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
197343
সাদ ভাই লিখেছেন : Happy Happy Happy Tongue
253265
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
নূর আল আমিন লিখেছেন : অনির্বাণ৯৬
লিখেছেন :
হেরে দেখতে পুরা
গাঞ্জাখুরের মত
লাগে। কাম,কাইজ,
কথাবার্তাও
গাঞ্জাখুরের মত
|
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
197344
সাদ ভাই লিখেছেন : উনি ঠিকই বলেছেন
253279
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এমন বেয়াদব নর্দমার কীট মন্ত্রীসভায় আসে কেমন করে! কথা শুনলে মনে হয় এইডা মুখ না, ইদুরের গর্ত!
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
197345
সাদ ভাই লিখেছেন : হা হা হা
253296
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
বাকপ্রবাস লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
197346
সাদ ভাই লিখেছেন : Happy
253306
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঘর জামাই এগিয়ে চল
মখ দিয়ে যা আসে তা বল
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
197355
সাদ ভাই লিখেছেন : হা হা হা....
আপ্নেগো সিলেটের জামাই
253317
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
সন্ধাতারা লিখেছেন : Thumbs Up Bee Bee Thumbs Up
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
197366
সাদ ভাই লিখেছেন : Happy
253318
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
সবুজেরসিড়ি লিখেছেন : এরাই তো আওয়ামীলিগের কৃতি সন্তান . . .
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
197367
সাদ ভাই লিখেছেন : Love Struck
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:০২
197504
কাহাফ লিখেছেন : সহমত।
253371
১১ আগস্ট ২০১৪ রাত ১০:১৭
সজল আহমেদ লিখেছেন : বলদা মন্ত্রী আবার মাফ চাইসে
১২ আগস্ট ২০১৪ রাত ১২:৩৮
197443
সাদ ভাই লিখেছেন : মাফ চাইছে নাকি?
দেখলামনাতো
১২ আগস্ট ২০১৪ রাত ০১:০৫
197446
সজল আহমেদ লিখেছেন : ছ-বি
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/87285
253522
১২ আগস্ট ২০১৪ সকাল ১০:৫১
১০
253528
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:০১
কাহাফ লিখেছেন : কিরে মুহসিইন্না,এখনো ভালা হইলি না..........?
১৬ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
198722
সাদ ভাই লিখেছেন : Happy
১১
253654
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : আখে পাবে মিষ্টি,
চেরতায় তিতা,
এই সব আবালেরা,
আমাদের নেতা৷
কোলে নিয়ে জনগনে,
দরবারে বসালো,
হেগে মুতে বমিকরে,
সারাদেশ ভাঁসালো৷
১৬ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
198723
সাদ ভাই লিখেছেন : Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File