[ছড়া-একঃ মুহসীন আলী]
লিখেছেন লিখেছেন সাদ ভাই ১১ আগস্ট, ২০১৪, ০৫:১৫:৪৩ বিকাল
এক.
বেয়াদব লম্পট সংবাদ কর্মী
বেহায়ার দল তোরা ওরে বকধর্মী।
এস্হান ত্যগ কর, আর যেন না দেখি।
লিখতেতো সংবাদে মিথ্যাটা বাধে কি?
তোরা সব গর্ধব শিক্ষিত অল্প
আর কত বলবিরে বানোয়াট কল্প।
আমাদের মেয়েটার অাছে ভালো ডিগ্রী
মাসটার্স করে পাশ জার্নালে শিঘ্রী।
আর তোরা কম জানা জানোয়ার বন্য
বলি আমি এককথা লিখে দিস অন্য।
দুই টাকা খেয়ে তোরা কত কিছু চাস রে
পাছাটাতে আর কত ভরে দিবি বাঁশ রে।
থাকলেই সেইদিন কেবিনেট কাছাতে
ঢুকাতাম আমি বাঁশ তোদেরই পাছাতে।
জেনেরোখ সিলেটেই শশুরের বাড়ি যে
এর সাথে মিশে অাছে মানুষের নাড়ি যে
সময়ও লাগবেনা লেলে দিতে চাল টা
পারবিনা ছিড়তেও কোনদিন বাল টা।
দুই.
ছুড়লেন ক্ষোভগুলো যতছিলো জমা যে।
আয়োজক চায় শুধু পাশ থেকে ক্ষমা যে।
আদিবাসি নেতাদের মান যায় যায় রে
মুসিবতে পড়ে বলে হায় হায় হায়রে
তিন.
সংবাদ কর্মীরা প্রতিবাদে জাগলো
প্রতিষোধে তারপিছে আরো বেশী লাগলো
আড়ালের আরো কথা মিডিয়ার আনলো
পরিনতি হলো টা কি লোকজনে জানলো
চার.
মুহসীন আলী বলে মান যায় যায়রে
হলো টা কি হলো টাকি হায় হায় হায়রে!
খুলিহাল তুলি পাল ঐ তরী চললো
এইবার এইবার তাঁর চোখ খুললো
পাঁচ.
পথে ঘাটে সবখানে হায় হায় বাজে রে
মন্ত্রীর মুখে কভু এই কথা সাজে রে ?
ফেসবুকে....
https://www.facebook.com/photo.php?fbid=276327652564440&set=a.119154581615082.1073741831.100005616219758&type=1&theater
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখেছেন :
হেরে দেখতে পুরা
গাঞ্জাখুরের মত
লাগে। কাম,কাইজ,
কথাবার্তাও
গাঞ্জাখুরের মত
|
মখ দিয়ে যা আসে তা বল
আপ্নেগো সিলেটের জামাই
দেখলামনাতো
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/87285
চেরতায় তিতা,
এই সব আবালেরা,
আমাদের নেতা৷
কোলে নিয়ে জনগনে,
দরবারে বসালো,
হেগে মুতে বমিকরে,
সারাদেশ ভাঁসালো৷
মন্তব্য করতে লগইন করুন