লীগ কেন করবো....?

লিখেছেন লিখেছেন কায়সুল ইসলাম রিয়াদ ১৮ আগস্ট, ২০১৪, ১০:৫৩:৫৫ রাত

আওয়ামীলীগকে যতটা খারাপ ভাবছেন

অতটা খারাপ ওরা নয়। ওরা দেশের জন্য

অনেক কিছু করেছে। ওরা দেশের

স্বাধীনতার পক্ষের শক্তি। ওরা যুদ্ধ

অপরাধীদের বিচার করে দেশকে কলংকমুক্ত

করছে। ওরা কয়েক ঘন্টার মধ্যে হেফাজতের

লাখো মানুষের সমাবেশকে পন্ড

করে দেশকে নাশকতার আশংকামুক্ত করেছে।

ওরা জামায়াত শিবিরের হাজার হাজার

নেতা কর্মীকে জেলে দিয়ে,

রিমান্ডে নিয়ে পঙ্গু করে আর

গুলি করে হত্যা করে রাজাকারমুক্ত দেশ

গড়তে যাচ্ছে। ওরা আমার দেশ , দিগন্ত

টেলিভিশন আর ইসলামিক টেলিভিশন বন্ধ

করে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম

হয়েছে। ওরা এদেশে নাস্তিক আর বামদের

পূনর্বাসন করতে সক্ষম হয়েছে। আর একবার

ক্ষমতায় যেতে পারলে তারা ইসলামমুক্ত

দেশ গড়তে পারবে। অন্য কোন দলের

তো এতগুলো সাফল্য নেই। এতগুলো কাজ

করা তো আওয়ামীলীগের পক্ষেই সম্ভব

হয়েছে। সুতরাং যারা আওয়ামীলীগের

বিরুদ্ধে কথা বলবে তারা স্বাধীনতা

বিরোধী, তারা এদেশকে পাকিস্তান

বানাতে চায়, তারা যুদ্ধ অপরাধীদের

বিচার বানচালের ষঢ়যন্ত্র করছে।

যারা আওয়ামীলীগের

বিরুদ্ধে কথা বলবে পাড়ায় পাড়ায় মহল্লায়

মহল্লায় ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন,

ওদেরকে নিশ্চহ্ন করে

বিষয়: রাজনীতি

৯৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255692
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:১৫
ফেরারী মন লিখেছেন : যারা আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, Surprised
255715
১৯ আগস্ট ২০১৪ রাত ১২:০৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor চোখ বন্ধ করে হাসি, চোখ খুললে মনে লজ্জা......।
255718
১৯ আগস্ট ২০১৪ রাত ১২:০৬
সবুজেরসিড়ি লিখেছেন : ভাই ওরা তো সোনার ছেলে ওরা ধর্ষনে সেনচুরী করে এটা তো বল্লেন না . . .
255757
১৯ আগস্ট ২০১৪ রাত ০২:০৬
কাজি সাকিব লিখেছেন : আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? Happy Happy
255821
১৯ আগস্ট ২০১৪ সকাল ১১:২৩
কায়সুল ইসলাম রিয়াদ লিখেছেন : আমরা ঠিক এই বাংলাদেশ চাইনি.... কিন্তু, এখন জাতি হিসেবে আমরা কি করতে পেরেছি... যেদিন জাতি হবে কথাটাকে হচ্চে পরিণীত করতে পারবে... সেদিনই দেশ, জাতির মুক্তি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File