বেওকুফের মত তরমুজে শিক দেওয়া বন্ধ করুন,পাকবেনা পচে যাবে........
লিখেছেন লিখেছেন নিশিকাব্য ১১ আগস্ট, ২০১৪, ০২:০৯:২৯ রাত
তালে তাল মিলিয়ে চলতে আমরা বাঙ্গালী,ভুবণ বিখ্যাত।এ ব্যাপারে সারা বিশ্বে আমরা ব্যপক সুনাম অর্জন করে ফেলেছি ইতিমধ্যেই,তবে নকল বাজ হিসাবে।চলাফেরা,খাওয়া দাওয়া থেকে শুরু করে সংস্কৃতি,রাজনীতি সকল বিষয় ই আমরা অন্যদের দেখে শিখে নিচ্ছি।একটা ছোট কৌতুক করি হ্যা?এক লোক ছেলের শ্বশুর বাড়ী গিয়েছে বেড়াতে
মেয়ের বাবা বেয়াই কে ঘুরিয়ে দেখাচ্ছে গ্রাম,নিজেদের ফলের বাগান।ফেরার সময় গাছ থেকে বড় এক কাঠাল নিয়ে বাসায় ফিরলেন দু বেয়াই।ছেলের বাবা শহুরে মানুষ,এবং একটু মাথা মোটা টাইপের।বেয়াই কে বলতে লাগলেন কাঠাল তো আনলেন,আমার তো খাওয়ার নসীব হবেনা আমি তো সকালে চলে যাব।কোন সমস্যা নাই কাঠাল পাকানোর ব্যবস্হা করছি,বলে কাঠালে শিক দিয়ে ভেতরে লবন পানি ঢেলে দিলেন।বেয়াই হা করে দেখছিলেন,আর সকালে পাকা কাঠাল খেয়ে পরম তৃপ্তি নিয়ে বাড়ী ফিরলেন।কিছুদিন পর মেয়ের বাবা এলেন মেয়ে দেখতে,বেয়াই কে আদর আপ্যায়নে ত্রুটি করলেন না কোন।শেষমেষ বাড়ীর ছাদে চাষ করা গাছ থেকে কাচা তরমুজ ছিড়ে বেয়াইয়ের অনুসরনে বেশী করে শিক দিয়ে রেখে দিল,বেয়াই কাল আপনাকে এমন জিনিস খাওয়াব যা কখনো খাননি।আপনার মেয়ে জামাই পাকিস্তানী তরমুজের চাষ করেছে বুঝলেন।সকালে তরমুজ কেটে দেখা গেল পচে গোবর।বেয়াই আপনার মতই তো করেছি সব না হয় শিক একটু বেশী দিয়েছি তাই বলে পচে গেল?বেয়াই সব কিছুতে তাল মেলালে এমনি হয়।আমি দিয়েছিলাম কাঠালে আর আপনি মারছেন তরমুজে।কম কাপড় চোপড়ে ওয়েস্টার্ন মেয়েদের সুন্দর দেখালেও বাঙ্গালী মেয়েদের ব্যঙের মত দেখায়,ওরা স্বাধীন ভাবে চলতে পারছে আর বাঙলা মেয়েরা হচ্ছে ধর্ষিত।ওদের মাথাপিছু আয় যেখানে হাজার ডলার,সেখানে আমরা আয়ের পুরোটা ব্যয়েও ওদের মত হতে পারছি?যে দেশে এখনও অনেকে দু বেলা খেতে পাচ্ছে না,যে দেশে গিনেস বুকে নাম ওঠানোর জন্য কোটি কোটি টাকা ব্যয়ে মানব পতাকা তৈরী হয়,অন্যদিকে রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষের ক্ষুধার্ত চিৎকার।দলীয় প্রভাব দেখাতে শত কোটি টাকা ব্যয়ে আমাদের মত মিসকিন দেশে এয়ারপোর্টের নাম বদল হয়,অথচ সারা দেশে মেয়াদোত্তীর্ন ইন্জীনের গাড়ী চলছে।আমেরিকার অনুকরণে আমাদের অতি বেয়াদব শিক্ষার্থীরা থার্টি ফাস্ট নাইট পালনের নামে বেহায়াপনা আর যৌনতা বৈধ করে নিয়েছে।তোমাদের বলি তোমরা কি আসলে ওদের মত পারো?লজ্জা করেনা বাবার খাটুনির পয়সায় এসব করতে?এই মহামূর্খরাই পরে মহসীন ফাজিলের মত মন্ত্রী হয়ে দেশের বারোটা বাজাচ্ছে।আমরা বাঙ্গালী,আমাদের নিজস্ব ঐতিহ্য আছে।আছে নিজস্ব স্বকীয়তা,আফসোস আমরা সব ভুলে গিয়েছি।দেশের দায়িত্ব দিয়েছি এমন কিছু ছ্যচড়াদের কাছে যারা আমাদের বোকা বানিয়ে দেশটাকে জোকের মত শুষে খাচ্ছে,তবু আমরা নীরব,কেননা আমরা কানা চোখে দেশের উন্নয়ন দেখতে পাচ্ছি।চোখের ছানি কাটলেই দেখতে পাব ইহা উন্নয়ন ছিলনা।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ কেন কম কাপড় চোপড়ে বাঙ্গালী মেয়েদের ব্যাঙের মত দেখায় ?
০ গায়ের রং আর উচ্চতা বাদে বাঙ্গালী মেয়ে আর ওয়েস্টার্ন মেয়েদের কি শারিরীক পার্থক্য আছে যার ফলে ওয়েস্টার্ন মেয়েদের স্বল্প পোশাকেই সুন্দর দেখায় ?
মন্তব্য করতে লগইন করুন