হিন্দুরা মানুষ না, কখনো মানুষ ছিলোনা। (মনুর বিধান)
লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ৩০ আগস্ট, ২০১৫, ০২:১৪:০৫ দুপুর
"হিন্দুরা মানুষ না।
কখনো মানুষ ছিলোনা।
এখনো না, জনাব, এসব
আমি বলিনি। বলছে
হিন্দুদের আদিপিতা
"মনু"! পিতার বিধানেই
চলছে ভারতের
পঞ্চায়েত
.
ভারতে এক ব্ৰাম্মণের
মেয়ের সাথে প্ৰেম
করে পালিয়ে বিয়ে
করার অপরাধের।
'শাস্তি' হিসেবে ঐ
নিম্নজাত (শুদ্ৰ)
ছেলের দুই বোনকে
ধর্ষণে করার রায়
দিয়েছে আদালত
(পঞ্চায়তে) নিউজটি এখানে Click this link
.
আসলে পঞ্চায়েতের কি দোষ? আসুন দেখি মহা
শান্তির হিন্দু ধর্মে,
সবার জন্য মনু কি
বিধান দিয়েছে ,
.
কোন শুদ্ৰ যদি
ব্ৰাম্মণের দিকে
তাকায়ও, তার জন্য
শাস্তি পেতে হবে।
অন্যদিকে কোন
ব্রাহ্মণ
যদি নিকৃষ্ট জাত
শুদ্রদের কাউকে
মেরেও ফেলে তাহলে
যে
সামান্য পাপ হবে, তা
মোচনের জন্য তিন
রাত দুধ পান করা বা
এক যোজন রাস্তা
হাটা
অথবা নদী স্নান
করাই যথেষ্ট।
এছাড়াও
বিড়াল, নেউল, কুকুর,
গোসাপ, প্যাঁচা বা কাক
মেরেও শুদ্র হত্যার
প্রায়শ্চিত্ত করা
যাবে। (মনুসংহিতা,
শ্লোক ১৩১ ও ১৩২)
.
বাহ! বাহ!! বাহ!!! কি
চুন্দর মানবতার ধর্ম।
কি চুন্দর মনুর বিধান!
কত্ত চুন্দর বিচার
ব্যাবস্থা!!
.
হিন্দু দাদা'রা গর্ব
গর্ভবতী হয়ে বলুন
জয় শ্ৰী রাম।।।
.
জয়তু মনু, জয়তু হিন্দু!
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু, একজন মুসলমান হয়ে আপনার লেখার শেষ দুই লাইনে জয় শব্দ ব্যবহার করে আপনি যা লিখলেন তা আরও খারাপ, আরও জঘন্য, . . . !!
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
এই তালা দিয়ে না আটকানো যায় চোরকে, না আটকানো যায় ডাকাতকে।
মন্তব্য করতে লগইন করুন