সৌভাগ্যবান অবিবাহিত ভাইগণ আওয়াজ দিন!!
লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ১০ আগস্ট, ২০১৫, ১২:৪৪:৪১ রাত
.কেউ বিয়ে করতে
আগ্ৰহী থাকলে,
আওয়াজ দিন!! না
হলে শেয়ার করুন!
.
মেয়েটির বয়স ২৩
বছর, উচ্চতা ৫'১'',
ঢাকার একটি
বেসরকারি
বিশ্ববিদ্যালয়ে
বিবিএ শেষ ইয়ারে
অধ্যায়রত, হিন্দু
ব্যবসায়ী পরিবারবে
সন্তান। সাম্প্রতিক
মুসলিম সহপাঠীদের
সাথে চলতে চলতে
ইসলামকে খুব ভাল
লেগে যায়। গতবছর সে
ইসলাম ধর্ম গ্রহন
করছে পরিবারের
অজান্তে। এখন
মেয়েটি এক চরম
বিপদে পড়েছে....
মেয়েটির পরিবার
থেকে তার বিয়ে ঠিক
করছে সাভাবিকভাবে
হিন্দু ছেলের সাথে।
কিন্তু সে মুসলিম হয়ে
যাওয়ায় এটা মেনে
নেওয়া কোনভাবেই
তারপক্ষে সম্ভব নয়।
এখন সে তার মুসলিম
বন্ধুদের কাছে একটি
ভাল মুসলিম
পরিবারের ছেলে খুঁজে
দেওয়ার অনুরোধ
জানিয়েছে.... কোন
দ্বীনি ভাই রাজি
থাকলে বা কারো খোঁজে
এমন ছেলে থাকলে
প্লিজ আমাকে
জানাবেন। আপনি
হয়তো একটি
শশুরবাড়ি হারাবেন,
কিন্তু আল্লাহ্
বেহেশতে আপনার
জন্য একটি বাড়ি
বানিয়ে রাখবেন বলেই
আমার বিশ্বাস...
পারলে সবাই শেয়ার
করুন প্লিজ।
.
যোগাযোগ করতে পারেন
এখানে Click this linkএখানে Click this link
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই কি ম্যাট্রিমোনিয়াল সার্ভিস খুলে বসলেন নাকি!!!
যদি সোস্যাল মিডিয়া থেকে ধার করা খবর হয়, তাহলে আমার জানা মতে এগুলোর ৯৯.৯৯৯৯৯৯৯%ই ফেক, কিছু লাইক পাওয়া আর কিছু মজা করার জন্য।
তবে একটা সত্যি কথা বলতে পারি, এমন মেয়ে- যে কিনা সব ভয়-ভীতি,আতঙ্ককে জয় করে সত্যের হাত ধরার সাহস করে, যদি জীবনের কোন মোড়ে এমন কাউকে পেয়ে যাই, অন্তত হাত ছাড়া না হওয়ার সর্বাত্মক চেষ্ঠা করবো (অবশ্যই শর্ত ও সিচু্য়্যেশন সাপেক্ষে, আগেই বিয়ে হয়ে গেলে তো আর সম্ভব না)।
শিক্ষাগত যোগ্যতায় মাশা আল্লাহ একটু চেষ্টা করলেও ভাল কিছু করতে পারবে!
প্রকৃতই দ্বীনের প্রতি আস্হা থাকলে একজন মিলেও যাবে ইনশা আল্লাহ!
আল্লাহর কাছে শুভ কামনার আর্জি জানাই!!
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন