ভগবান এত্ত মানবতা বিরোধী কেনো??? . .শূদ্রদের জিবনের মুল্য কুত্তা বিলাইয়ের চেয়ে কম

লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ১৪ আগস্ট, ২০১৪, ০৬:৫৭:৫৮ সন্ধ্যা

.

লোকবৃদ্ধির জন্য

(স্রষ্টা) মুখ, বাহু,

ঊরু ও পদ

থেকে ব্রাহ্মণ,

ক্ষত্রিয়, বৈশ্যও

শূদ্র

সৃষ্টি করলেন।

.

.

[মনুসংহিতা : ২য়

অধ্যায়, ম্লোক-৩১,

অনুবাদ:

সুরেশচন্দ্র

বন্দ্যোপাধ্যায়,

পৃষ্ঠা : ৬০ ]

.

হিন্দুদের গ্রন্থই

শিখায় তাদের

ভেদাভেদ কার ।

মনুসিংহতায়

বলা আছে স্রষ্টার

মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মন।

বুক

থেকে এসেছে ক্ষত্রিয়রা।

পাকস্থলী বা উরু

থেকে এসেছে বৈশ্যর।

আর স্রষ্টার

পায়ের

তলা থেকে এসেছে শূদ্ররা।

.

.শূদ্ররা যে মানুষ এটা ব্রাম্মণরা পুছেওনা কারণ মনুর বিধানে আছে

.

.ব্রাহ্মণ

শূদ্রকে হত্যা করলে

কুকুর বিড়াল হত্যার

সমান পাপের

প্রায়শ্চিত্ত

করবেন

(মনুস্মৃতি ১১/ ১৩২)

.

.হাহাহাহাহা Big Grin Big Grin

.

.তারমানে দাড়ালো কোন ব্রাম্মণ যদি কোন শূদ্রকে হত্যা করে তাহলে শূদ্রের নামে একটা কুত্তা কিংবা বিড়াল হত্যা করলেই পাপ খতম!!!

.

.ওম শান্তি ওম শান্তি

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307524
০৬ মার্চ ২০১৫ রাত ০৯:৪৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভগবান ব্রাম্মনদের কাছ থেকে ঘুষ খেয়েছিল Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File