মন্দির ভাঙ্গো পরিবেশ বাচাও

লিখেছেন লিখেছেন স্ব.ঘোষিত.নাস্তিক ১১ আগস্ট, ২০১৪, ০৪:৩৭:৪০ বিকাল

আইন

করে প্রতিটা মন্দির

ভেঙ্গে গুড়িয়ে দেয়া হোক!!!

.

.শব্দ দুষণ ও বায়ু

দোষণের জন্য

মন্দির

ভেঙ্গে গুড়িয়ে দেয়া হোক!!!

.

.ভাবছেন মন্দির

আবার কি দোষ

করলো???

.

.ব্লগে যদি নাঃগঞ্জের

রুপগঞ্জের কেউ

থাকেন!!!

.

.সন্ধ্যা বেলা রুপগঞ্জ

বাজারে গিয়ে দেখবেন

সেখানে আপনার দম

বন্ধ

হয়ে আসবে দোপের

ঊৎকট গন্ধে!!!

.

.আর

পুরো এলাকা জুরে চলে ন্যাংটিদের

টংটং ঢুকঢালের

বিকট আওয়াজ

চলে এশার

নামাজের পর

পর্যন্ত!!

.

. যা পরিবেশের

জন্য মারাত্তক

ক্ষতিকর!!!

.

.অতি শীঘ্রই

উচিত আইন

করে মন্দির

গুড়িয়ে দেওয়া

.

.

ছোটকালে একটা বাংলা ফিল্মের

মধ্যে শোনেছিলাম

.

.না থাকবে বাঁশ

না বাজবে বাশি

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253237
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : না থাকবে বাঁশ
না বাজবে বাশি Nail Biting Nail Biting Nail Biting
253241
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৫
প্রেসিডেন্ট লিখেছেন : Day Dreaming Day Dreaming Thinking Thinking
253248
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৯
আহ জীবন লিখেছেন : বন্ধ নয়, নিয়ন্ত্রন করা দরকার।
253261
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭
নূর আল আমিন লিখেছেন : কথা একটাই মন্দির
ভাঙ্গো পরিবেশ বাচাও
253283
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০১
253298
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
আওণ রাহ'বার লিখেছেন : মন্দির ভাঙা যাবেনা।
পোষ্টে মাইনাস।
253309
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
পাতা বাহার লিখেছেন : এ ক্ষেত্রে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজরে আযানের কারণে যে শব্দ দূষণ হয়, সে জন্য মসজিদও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ না?

আর ওয়াজের নামে সারা রাত মাইকে শব্দ দূষণের কারণে, ওয়াজ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া উচিৎ কি না?
253319
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
সবুজেরসিড়ি লিখেছেন : মন্দির ভেঙ্গে কোন সমাধান হবে না, আরো সমস্যা বাড়বে তার চেয়ে আইনের মাধ্যমেই সমাধান করা উচিত . .
253376
১১ আগস্ট ২০১৪ রাত ১০:৩২
সজল আহমেদ লিখেছেন : একদা এক পাদ্রী হযরত ওমর রাঃ এর নিকট আসিয়া কহিল হে ওমর আমার যিশু মুর্তির নাক খুঁজিয়া পাইনা কেহ হয়তবা সেইটা ভাঙ্গিয়া ফেলিয়াছে ।
ওমর রাঃ তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন ,হে পাদ্রী ইহার জন্য তুমি কাহাদের সন্দেহ করিতেছ ?
পাদ্রী শুধালো মুসলিমদের ।
অতঃপর ওমর রাঃ তাহার স্বীয় নাক খানা বাড়াইয়া দিয়া কহিল ওহে পাদ্রী যেহেতু তুমি মুসলমানদের সন্দেহ করিয়াছো ,অতঃপর তিনি নিজের নাক খানা পাদ্রীর নিকট বাড়াইয়া কহিল হে পাদ্রী ,মূর্তির নাকের ঠিক যেই জায়গা হইতে ভাঙ্গিয়াছে আপনিই তদ্রুপ আমার নাকের সেই জায়গা হইতে কাঁটিয়া লইয়া যান ।
মাননীয় লেখক উহার দ্বারা কি বুঝিলেন ?
১০
253393
১১ আগস্ট ২০১৪ রাত ১১:১৭
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : আহ জীবন মালুরা নিয়ন্ত্রন করবেনা
১১
253394
১১ আগস্ট ২০১৪ রাত ১১:১৭
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : আহ জীবন মালুরা নিয়ন্ত্রন করবেনা
১২
253397
১১ আগস্ট ২০১৪ রাত ১১:২০
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : পাতা বাহার
গাধার মতো প্রশ্ন করলেন আজান কি ঘণ্টার পর ঘণ্টা ঢোলঢাক বাজিয়ে উত্তেজক শব্দ সৃষ্টি করে নাকি? আর ওয়াজে কারো অসুবিধার হবার কথা না কারণ মালুদের পুজার মতো এত্ত হাবি জাবি হৈহোল্লোর নেই
১৩
253398
১১ আগস্ট ২০১৪ রাত ১১:২১
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : সবুজেরসিড়ি vay
যাদের কাছে নালিশ করবেন সেই আইনের লোকরাই জাত মালু
১৪
253399
১১ আগস্ট ২০১৪ রাত ১১:২২
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : সজল আহমেদ
মুসলমানরা ন্যায় বিচারক এবং
১৫
253437
১২ আগস্ট ২০১৪ রাত ০১:৩৫
অনির্বাণ৯৬ লিখেছেন : আমি একধরনের নাস্তিক। তবে এটা আমার কর্মকান্ডে প্রকাশ পায়। কিন্তু আপনার নাম দেখলে মনে হয় আপনি খুব কঠোর নাস্তিক। কিন্তু আমার মনে হয় আপনি হিন্দু বিদ্বেষি। এবং আপনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন। আমার আন্তরিক অনুরোধ আপনি নাস্তিক শব্দটিকে দূষিত করবেন না
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
197755
কাহাফ লিখেছেন : নাস্তিকদের আবার পবিত্রতা......? এটা কেমন হয়ে গেলো না....?
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০১
198049
অনির্বাণ৯৬ লিখেছেন : ঠিকই বলেছেন,নাস্তিকদের আবার পবিত্রতা! নাস্তিকরা তো আর ধর্মের নামে নষ্টামি করে না,তাই না?
১৬
253484
১২ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৬
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : অনির্বাণ৯৬
খ্যাক খ্যাক আমরা যারা নাস্তিক পুরো সমাজটাইতো আমাদের দুষিত মনে করে শব্দটা আর দুষিত হবে কি?
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৯
197558
অনির্বাণ৯৬ লিখেছেন : নাস্তিকরা তো আস্তিকদের মত কোন স্বীকৃত উপায়ে নষ্টামি করে না। তাই এদের এত মাথা ব্যাথা। তারা আমাদের বন্ধুদের অনেক নির্মম্ভাবে অত্যাচার করছে।
১৭
267094
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২২
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : হাহাহাহাহা
১৮
267096
২১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৯
ইমরান ভাই লিখেছেন : ওদেরকে ওদের মতো থাকতে দেন তবে যেন মুসলিমদের অসুবিধা না করে সেদিকে খেয়াল রাখবেন। কেননা এরা এভাবেই শক্তি সঞ্চয় করে পরে মুসলিমদের উপর চড়াও হয়।
১৯
267404
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৯
স্ব.ঘোষিত.নাস্তিক লিখেছেন : ঠিক বলছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File