রাজনীতি,গণতন্ত্র ও আমাদের ভাগ্য:জেলখানায় এখন কারা থাকে?

লিখেছেন লিখেছেন আমি কি সত্যিই রাজাকার? ০৮ আগস্ট, ২০১৪, ০৮:৪৫:০৮ সকাল

"রাজনীতি আপনার ভাগ্য নির্ধারণ করে তাই আপনি আপনার রাজনীতি নির্ধারণ করেন"কথাটায় একটু স্বার্থপরতা আছে তাই নয় কি????

ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের কথা তো সবাই জানে,তাই নয় কি??সেইরকম আমরাও ঝুলে আছি এক ঝুলন্ত রাষ্ট্রে।

হুতোম পেঁচা আর চামচিকা রাতের আধারে রাজত্ব করে আর প্রার্থনা করে হে আল্লাহ যেন দিন না হয়।।।সেইরকম, দেশে এক আজব মারকা চামচিকা রাজত্ব করছে কিন্ত আমাবস্যা রাতের পর যখন সুবহে সাদিক হবে তখন পালাবে কোথায়? ????

গনতন্ত্র আজ সরকারী গুন্ডা বাহিনীর বন্দুকের নিশানায়।। অনেকেই হয়তোবা আমাকে শিবির মনে করবে কিন্তু তাতে কিছুই যায় আসেনা। স্বাধীনতা আজ বাকরুদ্ধ,গনতন্ত্র আজ হুমকির মুখে,স্বাধীন দেশের মানুষ আজ স্তব্ধ।কিন্ত কেন?এজন্য তো কেউ মুক্তিলাভ করেনি??তবে কি ঘোড়া লাগামছাড়া হল?ডিজিটাল দেশে একটা লন্চ খুঁজে পাওয়া যায়না।তয় স্টুডেন্টরা কিন্তু বিনামূল্য চটি বই পাচ্ছে।

আইনের. শাসন বলে কিছু নাই যদি তাই থাকতো তাহলে আল্লামা সাইদি জেলে কেন? আবারো বলছি আপনি মনে করবেন আমি শিবিরকরমি।মানুষ এর বাক স্বাধীনতা নাই থাকলে মাহমুদুর রহমান জেলে কেন?

স্বাধীনতা আর গনতন্ত্র দুজনেই গ্রিষ্মকালিন ছুটি কাটাতে মামা বাড়ি গেছে।

তাই বলছি ডিজিটাল দেশের কারাগারে কারা থাকে চিন্তা করুন?নদীতে আর মাছ পাওয়া যায়না পাওয়া যায় লাশ।

শামিম ওসমানের মত মহান স্পেশাল ক্যাডাররা বাইরে আর ভিতরে বাস করছে কারা?কিরকম সভ্য জাতি আমরা?

ইতিহাস আজ অশ্রুসিক্ত,স্তম্ভিত। তাই আপনি আপনার রাজনীতি নির্ধারণ করুন না হলে আপনার ভাগ্য আপনাকে কথিত বন্ধুকযুুদ্ধে লাশ বানিয়ে রাখতে পারে ড্রেনে,শীতলক্ষ্যা নদীতে অথবা কোন মর্গে।।।

আজ এ পর্যন্ত, চোখ কান খোলা রাখুন,,,,,,,,,

বিষয়: রাজনীতি

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File