------------নতুন ছড়া ------------ আমাদের শিক্ষিত !

লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৭:১৮ দুপুর



আমাদের শিক্ষিত ! লিখে ইতিহাস,

দাদা বাবু খুশি হয়ে দেয় খেতে ঘাস।

আগডুম খুশিতে ডাল চাল ভূষিতে,

তিন বেলা আহারে খায় শুধু ঘাস।

আমাদের শিক্ষিত লিখে ইতিহাস।

আমাদের শিক্ষিত আধুনিকে কম নয়,

বাপ জাতি ভুলে গিয়ে পড়শিরে "ড্যাড" কয় ।

দাদাদের চোখ দিয়ে দেখে ইতিহাস।

তিন বেলা ঘাস খেয়ে জাতিকে দেয় বাঁশ ।

আমাদের শিক্ষিত লিখে ইতিহাস।

বিষয়: সাহিত্য

১১২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377361
০৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৫:০৯
কাহাফ লিখেছেন : তথা কথিত এই সবের কারণেই সমাজের আজ করুণ অবস্থা!
ধন্যবাদ । ভাল লেগেছে!!
০৭ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
313538
কালো পাগড়ী লিখেছেন : অনেক ধন্যবাদ
377381
০৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওটা হয় ইতি এবং হাঁস!!!
378414
০৭ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
কালো পাগড়ী লিখেছেন : স্বাগতম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File