শয়তান ও যাদের বিশ্বাস করে না
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ১৬ এপ্রিল, ২০১৬, ১০:২১:৫৯ রাত
শয়তান ও যাদের বিশ্বাস করে না। হে আসলেই শয়তান এদের বিশ্বাস করে না । কারন ওদের হাল আর গুটি চাল শয়তানও ভয় পায়। শয়তানের পরিকল্পনা যদি থাকে কার ৭ গুন ক্ষতি করার, এ পরান্নভুজি চিজ গুলো সেটা বাড়িয়ে ৭০০ গুন ক্ষতি করার পরামর্শ দেয়। এতক্ষন ভাবছেন যাদের ব্যপারে এ বক বকানি, তারা আসলে কারা? এ প্রাণী গুলো হল বাংলাদেশের তথা কথিত বুদ্ধিজীবী। অপরের উচ্ছিষ্ট ভুগি এ প্রাণী গুলো হাম্বা হাম্বা করে দামড়া ষাঁড়ের মত মাঝে মাজে জাতির সামনে আওয়াজ দেয়। ভাব খানা এমন " মুই কি হনুরে" আরে পরগাছা, তোমরা ভেবেছ তোমাদের কথায় বাংলাদেশের মানুষ সমীহ করে কান ধরে উঠ বস করবে? সেই যদি হত তবে বাংলাদেশ স্বাধীন হত না। তোমরাই তো শামসুর রহমান সুফিয়া কামাল কবির চৌধুরী যারা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের আগের দিন পর্যন্ত পাকীদের জুতা চাটতে তোমাদের জিব্বা খয় করেছ। আর বগল বাজিয়ে পাকীদের পক্ষে কলম ধরেছে, পাকিস্থানের পক্ষে পত্রিকায় সম্পাদকীয় লিখেছ। কবিতা লিখেছ "কায়দে আজম জাতির পিতা লওহে সালাম"। আর বহুত টু পাইস কামিয়েছ। আবার দেশ স্বাধীন হওয়ার পর টু পাইস কামানোর আশায় বোল পালটিয়ে হয়ে গেলে মুক্তিযোদ্ধা । ক্ষণিকের ব্যবধানে চরিত্র পালটাতে তোমাদের একটুও শরমিন্দা লাগে নাই। আবস্য হারামখোরদের চরিত্র এ রকই হয়, সেটা শয়তান ভাল ভাবেই জানে। তাই তোমাদের শয়তান ও বিশ্বাস করে না। যদিও বিত্ত বৈভব ও প্রতিষ্ঠা পাওয়ার আশায় তোমরা শয়তানের কাছে মগজ বন্দক রেখেছ। তাই বাংলাদেশের বিপক্ষে দাড়াতে তোমাদের বুক কাপেনা। স্বাধীন মা জননী আজ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে, তা তোমাদের নজরে পরে না । স্কুলের পাঠ্য পুস্তকে হিন্দু ধর্মের জয় ঝংকার তোমাদের অনুভূতিতে আঘাত হানে না । ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্ত্যা কাণ্ডে তোমাদের কোন শব্দ নেই। পুলিশে ভারতীয়র ব্যপক নিয়োগ তোমাদের কোন আফসোস নেই। সেনাবাহিনীর অপরাধে ( যদি অপরাধ করে থাকে) সিবিলিয়ানের অনুসন্ধান যে মারাক্তক ভুল- সেটাও তোমরা না দেখার ভান ধরেছ। দেশের অভ্যন্তরে ভারতীয় গুপ্ত বাহিনী "র" হত্যা খুন ধর্ষণ, গার্মেন্টস সেক্টরে অচলাবস্থা করে রেখেছে, সে ব্যাপারে তোমাদের কোন মাথা ব্যাথা নেই। শয়তানের কাছে মগজ বন্দক রেখে তোমরা জাতির ধর্ম বিশ্বাস ও ঈমান আকিদার বিরুদ্ধে অবস্থান নিয়েছ। দেশের সম্পদ বিদেশীদের হাতে যারা তুলে দিচ্ছে, তাদের পক্ষ অবলম্বন করে টক শোতে হাম্বা হাম্বা করছে। সত্যই তোমাদের জন্য করুনা হয়। কতই না ভাল হত যদি সে বয়সে ফিরে যেতে পারতাম, যখন তোমাদের নাম শুনলেই তোমাদের প্রতি সম্মান চলে আসত। সভা সমিতি সেমিনার সিম্পোজিয়ামে তোমাদের নাম থাকলেই যেয়ে হাজির হতাম ভাল কিছু শিখার আশায়। আজ তোমাদের কৃষ্ণ কালো অভয়ব দেখে নেজেকেই ধিক্কার দিতে মন চায়। তার পরেও আমাদের জনগণের কথা জেনে নাও " আমরা তোমাদের কথায় নাচি না"।
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন,
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন