হে তরুন ! হে যুবা !! হে জাতির আগামী !!! হ্যাঁ তোমাকেই প্রশ্ন। তোমাকেই বলছি।
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৭ নভেম্বর, ২০১৪, ০৩:০৭:৪০ দুপুর
হে তরুন ! হে যুবা !! হে জাতির আগামী !!!
হ্যাঁ তোমাকেই প্রশ্ন। তোমাকেই বলছি।
ফেবু চালাও কিন্তু মিশর চিননা এমনটি তো হবার নয় বন্ধু। আমাকে কি বলতে পার নীল নদের দেশ সেই
মিশরে তো আমাদের মতো ৭১ নেই।
আলজেরিয়াতে তো ৭১ নেই।
ফিলিস্তিনে তো ৭১ নেই।
মধ্য আফ্রিকাতে তো ৭১ নেই।
তোমার পড়েশি দেশ বার্মাতে তো ৭১ নেই।
চীনের উইঘুরে তো ৭১ নেই।
এমন কি ইউরোপের বসনিয়া তে তো ৭১ স্পর্শ করেনি।
তবে কেন! কেন একই স্টাইলে ফাঁসীর নামে ইসলামী স্কলারদের হত্যা। কেন মুসলিম নিরমুলের মহা উৎসব।
কারন যারা শুধু মাত্র ৫ বছরের ভিসন মিশনের স্বপ্ন দেখে, তাদের তো জাতীর স্থায়ী মুক্তির জন্য টেকসই সমাজ সংস্কৃতি অর্থনীতি ও উন্নত মানব সম্পদ গড়ার জন্য ১০০ বছরের স্বপ্ন দেখার যোগ্যতা নেই। কিন্তু ইসলামের শত্রুরা ঠিকই বুঝতে ও চিনতে পারে দেশে দেশে একমাত্র ইসলাম প্রিয় নেতারাই এ ধরণের স্বপ্ন ও বাস্তবায়ান করতে পারে। তাই তাদের নীল নকশা বাস্তবায়ানে তথা কথিত চেতনা ব্যাবসায়িদের সাথে তোমাদের অনেকেই হাম্বা হাম্বা করছ
তবে আমরা আশাবাদী খুব সহসাই তোমরা তোমাদের ভুল বুঝতে পেরে এ অন্যায়ের বিরুদ্ধে
দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমরা আশাবাদী খুব সহসাই তোমরা তোমাদের ভুল বুঝতে পেরে এ অন্যায়ের বিরুদ্ধে
দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে । ইনশা আল্লাহ ।
জাগানিয়া সুন্দর পোস্ট! অনেক ধন্যবাদ আপনাকে এবং আশাবাদ-অবশ্যই জনতা রুখে দাড়াবে সব অন্যায়-অবিচারের!সে দিন বেশী দূরে নয় ইনশা আল্লাহ!
জাজাকাললাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন