আফরোজা হাসান। আপনার জন্য শুভকামনা রইল।
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৭:৫৮ রাত
প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝে সময়ের ট্রেন কখন যে স্টেশন ছেড়ে চলে যায়, অনেক সচেতন সুজন ও সে ব্যপারে বে খবর । ইউরোপ বসবাসরত ফ্যামিলি গুলোর অভিভাবক গন অর্থনৈতিক মুক্তির আশায় কখন যে সময়ের গ্যাঁড়াকলে আটকে পড়েছেন। সে ব্যাপারে নিজের অনুভূতিগুলো হয়তো বোতা হয়ে গেছে। এরি মাঝে কাউকে না কাউকে নিজের সন্তান এবং পাশাপাশি সমাজের উদীয়মান বেড়ে উঠা সন্তানদের নিয়েও ভাবতে হয়। আফরোজা হাসান সে রকমই এক জন মা, অভিবাবক ও সমাজ হৈতিশি দায়ি ইলাল্লাহ্ । একজন লেখিকা হিসেবে তার পদযাত্রা অব্যহত থাকুক। সে কামনাই করছি।
বিষয়: বিবিধ
১৭৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন