প্রসঙ্গ - তারেক রহমান ও পাপিয়ার বক্তব্য।
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:১৭:১১ রাত
প্রসঙ্গ - তারেক রহমান ও পাপিয়ার বক্তব্য।
আসলে আমাদের সমাজ ব্যবস্থা্র ভাগ্যে যে দুর্ভাগ্যটা শতাব্দীর পর শতাব্দী ধরে ললাটের লিখন হয়ে আছে তা হলো, আমরা এ ভূখণ্ডের ভু রাজনীতির ইতিহাস সম্পর্কে এখনো শিশু। হৃদয়ের গভীর ভালবাসা থেকে যদি ১২৩৬ সাল থেকে ১৭৫৭ সালের ইতিহাস চর্চা করি। আবার ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত নিপীড়নের দু' শত বছর নিভির ভাবে পর্যালোচনা করি, তবে তারেক রহমান বা পাপিয়ার মতো তথা কথিত জাতীয়তা বাদীদের থিংক ট্যাঙ্ক থেকে এ ধরনের বক্তব্য আসা সমিচিত নয়।
হুজুগের রাজনীতি আর যাই হোক না কেন একটি টেকসই চিন্তাধারাকে স্থায়ী রুপ দিতে পারে না।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন