গাজায় ঈদ
লিখেছেন লিখেছেন কালো পাগড়ী ০৫ আগস্ট, ২০১৪, ০৯:২৪:৫৫ রাত
ঈদ -----
আগামী কালও গাজায় ইজরায়েলের বোমা হামলা হবে। আমাদের ভাইয়েরা রক্তে লাল হবে মেহেদীর পরিবর্তে। আমাদের শিশুরা লাল জামার পরিবর্তে বুলেটের তাজা রক্তে তাদের শরীর রাঙাবে। আমাদের শহীদ মায়েদের পেট চিরে বুলেতবিদ্দ অনাগত নবজাতকের লাশ আলতার রঙ্গে রঙ্গিন করবে। আমাদের বিশ্ব নেতারা ইহুদী নাছারাদের সাথে হাসবে বিশ্ব বেহায়ার হাসি।
তার পরও বলতে হবে ঈদ মুবারাক।
সত্যই সেলুকাস ।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন