প্রেম করিয়া এই জীবণে, সার হইলো কান্না।।
লিখেছেন লিখেছেন পাতা বাহার ০৫ আগস্ট, ২০১৪, ০৬:৪৯:৫০ সন্ধ্যা
প্রেম কর কাঁদিতে হবে গো সখি, ছিল না তো জানা।
এখন আমি সব হারাইয়া হইয়াছি দিউয়ানা।।
সুখের আশায় প্রেম করিয়া গো, মন করলাম লেনাদেনা।
বুঝি নি সে দেয় নি যে মন, করেছে ছলনা।।
মন নিছে মন দেয় নি সখি গো, করেছে প্রতারণা।
সে বিনে এখন যে ঘরে, থাকিতে পারি না।।
কারও সনে বলতে কথা গো, সখি মনে আর চাহে না।
গৃহ মাঝে একাকিনী, মন আমার বসে না।।
এ জ্বালা কঠিনো জ্বালা গো, সখি পরাণে সহে না।
প্রেম করিয়া এই জীবণে, সার হইলো কান্না।।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন