আপন ঠিকানা
লিখেছেন লিখেছেন সুজন মাহমুদ ১৬ আগস্ট, ২০১৪, ০৭:০৬:২১ সন্ধ্যা
আবার ফিরে এলাম আমার আপন ঠিকানায়,
যেখানে পাখি নাই, তবে কলকাকলিতে মুখরিত,
সেখানে বাগান নেই, তবে ফুলকলিতে সুশোভিত,
যেখানে নীল নেই, তবুও আকাশের মত প্রসারিত
দৃশ্যত,অনেক কিছুই নেই তাতে কি,
অভাব তো আর নাই, আমার আপন ঠিকানায়-
সমুদ্রের ঢেউ নেই, তবুও কুলকুল ধ্বনি শুনতে পাই।
স্নিগ্ধ রাতের শীতল হাওয়া নেই, তবে ঠাণ্ডা পরশ পাই,
আকাশে মেঘ নেই, তবুও বৃষ্টির শব্দ শুনতে পাই,
আছে অনেক কিছুই আছে, জানা নাই বেশি কিছু তাই
আরও সন্ধান করতে চাই, আমার আপন ঠিকানায়।
অদৃশ্য মায়া লোকের সন্ধানে আমি যাযাবর হতে চাই
আলোর মশাল জ্বেলে, আমি অক্লান্ত পথিক হতে চাই,
আমি নির্ভীক তাই, সব বাধা অতিক্রম করতে চাই,
যতক্ষণ না আমি, সত্যের সন্ধান পাই,
ফিরে ফিরে আসব আমার আপন ঠিকানায়।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন