জাগৃতি
লিখেছেন লিখেছেন সালেহ মাহমুদ ০২ আগস্ট, ২০১৪, ০৮:৫৫:৫৭ রাত
আরেক ফাগুন যদি তোমাকেই বিচলিত করে
যদি ঝড় তোলে হৃদয়ের বাম পাশটিতে
কিংবা পলাশ ফোটে
অথবা শিমুল হাসে
অথবা বকুল তোলা বিহানের স্বরলিপি সুর হয়ে ওঠে ...
আরেক ফাগুন যদি তোমাদের কেশপাশ থেকে ফণা তোলে
কিংবা কুয়াশার রঙে ডুবে চুর হয়ে যায়
অথবা তমাল তলে
না হয় বটের মূলে
না হয় রমণ ক্লান্ত প্রেয়সীর কুন্তলাধার থেকে টুং টাং সুর হয়ে ওঠে ...
তবে তাই হোক
আবার কালের যাত্রা শুরু হোক পানি ভাঙ্গা শব্দের মতো
আটই ফাগুন হয়ে
অথবা একুশ হয়ে
অথবা একাত্তুরের বাঁধভাঙ্গা জোয়ারের মতো
আবার উঠুক জেগে আমাদের ঘুমন্ত পৌরুষ
আবারো জাগুক প্রাণ একুশের সাহসের মতো।
বিষয়: সাহিত্য
৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন