"মনযুদ্ধ "

লিখেছেন লিখেছেন মারুফ হাসান ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৭:৩৬ রাত

মন,মানুষের মন

জয়ীর বেশ চায় সারাক্ষণ ।

শত ভুলে শত হার,তবু যেন নাহি পার;

আশায় থাকে সারাক্ষণ;

মন,মানুষের মন ।

ব্রত ভুলে শত কাজ, তবু যেন নাহি লাজ;

থমকে দাঁড়ায় অনুক্ষণ;

মন,মানুষের মন।

আশার আলোকছটা,কখনওবা মরীচিকা;

লক্ষপানে ছুটে রণ অভিযান;

মন,মানুষের মন।

বিলাপ,কান্না- হাসি ফেলে,

তব যদি পরে ফাঁসি গলে;

নির্দয় রয় অভিমান;

মন,মানুষের মন।

স্বাধীন থাকতে দাম নাই তার কভু,

অধীনে নীরবে ডাকে, হে!মহান প্রভু;

মুক্ত হতে কর মোরে বলিয়ান;

মন,মানুষের মন।

বিষয়: সাহিত্য

৯৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260895
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুবই তাৎপর্যপূর্ণ কবিতা।
লিখে যান-
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১২
204735
মারুফ হাসান লিখেছেন : আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File