“শেওলা শিকড় ”

লিখেছেন লিখেছেন মারুফ হাসান ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৯:১৪ রাত

শেওলা শিকড় খুঁজতে যেওনা ,শিকড় পাবেনা খুঁজে;

যখন যেখানে পানি পায় তা, অমনি সেদিকে ঝুঁকে ।

কোকিলের ডাক কত সুমধুর ,বসন্তে কেন এলে ?

অভাবে,আঁধারে হাহাকার যবে;শুনিনি সে ডাক কখনও ভুলে ।

আজ বারি ভেসে নেয়,মোর বাড়িখানি ;কোথা নাই মোর ঠাই ।

পিপাসাতে মোর ছাতি ফাটে হায়,সেদিন কোথায় ছিলিরে ভাই ?!

যেদিন অভুক্ত থেকে মোর ছোটমনি,চলে গেল শুধু রেখে দেহখানি।

সেদিন কোথায় ছিলেন শেওলা মার্কা নেতা ;

আজ ভোটের আগে নিয়ে এসেছেন, বস্তাভর্তি আটা ।

শীতে থরথর, হয়ে জড়সড়; কাটানুযে বহুকাল ।

আজি কম্বল দিলে ব্যামো হতে পারে ;

এরচেয়ে ভাল আপনার ঘরে ,আলমারি ভরা ঠাসানো টাল ।

পার্কের পাশে ,দেবদারু নীচে, মোর দোস্ত সহ থাকি ।

মধ্যরাতে ঘেউ ঘেউ করে দোস্ত উঠেছে ডাকি ।

কেন ডাক আজ চার দেওয়ালেতে ,নরম তক্তপশে ?

হেনকালে যাহা স্বপ্নে দেখিনি,আজ হঠাৎ মধ্যরাতে !!

বা-পায়ের ফোড়া ,ডান হাতে চেড়া ; চোখ হলুদাভ মোর।

মাছি যে আমার বড়ই ভক্ত,ঘিরিয়া করিছে শোড় ।

আহা-আহা লাগবেনাতো ,বেশ ভাল আছি।

ঔষধ কিসের জন্য??

মোরমত সুখী কজনইবা আছে, যাদের দুনিয়া করেছে ধন্য ।

ঐ বহুতলে,ঐ শানবাঁধা ঘরে ,ঐ দেখ দেখ উহাদের তরে;

যাও নিয়ে যাও ,দেরি হয়ে যায়;

উহাদের ঘর আরও খালি তায়।

পূর্ণ হইলে পাশের ঘরটি রাখিওনা কভু ফাঁকা ,

তাও ভরে গেলে,আরও বাঁধো ঘর;

ফ্লাট ভরা চাই টাকা ।

বিষয়: সাহিত্য

৯৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260527
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
260543
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
মারুফ হাসান লিখেছেন : আমার ব্লগে আপনাকে স্বাগতম।ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File