"মা" পৃথিবীর স্রেস্ট্র নেয়ামত.........
লিখেছেন লিখেছেন প্রবাসী ব্লগার ০২ আগস্ট, ২০১৪, ০৫:২০:৩১ বিকাল
আসলে ‘মা’ এমন একটি শব্দ যার মূল্য আজ পর্যন্ত কেউ পরিশোধ করতে পারেনি।
আর ভবিষ্যতে কেউ পারবে বলে মনে হয়না, কারন আমরা যেভাবে এর রিন পরিশোধ করতে যাই না কেন এর পরিক্রমা এর ওযন এত বেশী যার সাথে আর কোন কিছু দিয়েই তুলনা করা যাবেনা।
‘মা’ শব্দের ওজন এতো বেশি যে কেবল ব্যক্তি নয় এর ভার এই জমিন কিংবা আকাশে বহন করতে পারেনি।
তাইতো তার পদতলেই আমাদের স্বর্গ। অনন্ত জীবনে আমাদের অভিষ্ঠ লক্ষ্য ‘মা’ তাই হেলাফেলার কিছু নয়। ‘মা’ তো ‘মা’-ই।
কিন্তু তারপরও এর ব্যতিক্রমও রয়েছে। আমাদের অনেকেই ভুলে যান তার শেকড়-কে। এমন ব্যক্তিদের জন্য করুণা ঝড়ে পড়েছে জীবনমুখী গায়ক নচিকেতা।
কষ্টে বিবর্ণ সুরে তিনি গেয়েছেন, ‘নিজের হাতে ভাত খেতে পারতো নাকো খোকা-
বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা?
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে-
খোকা বোধ হয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে।’
প্রিয় বন্ধুরা আমরা যেন কেউ এই মুল্যবান বস্তুটি কে অযথা আর অবহেলায় না রেখে যতাযত মুল্যায়ন করে ইহকালিন শান্তি ও পরকালিন মুক্তির পথ সুগম করতে যেন দ্বিধাবোধ না করি। এই পণ হোক আপনার আমার সকলের।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অতি অাপনজন
মা ছাড়া এ ভুবনে
নেই কেহ অাপন।
ভালো লাগলো ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন