বিভ্রান্ত মস্তিষ্কের চিন্তা(৯৯)
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫০:১৪ সকাল
পয়সা ওয়ালা লোকদের হাওয়া বদল করতে এদেশ-ওদেশ যেতে হয়,বছরে কম করে হলেও একবার তো বটেই।রং বদল!!!এটা করতে কিন্তু একদম খরচ হয়না।খরচা টা কমিয়ে দিলে বরং রংটা আরও গাঢ় হয়।কিন্তু চোখ বন্ধ রেখেই দেখতে পাওয়া যায়,কেউ রং বদলের ধার ধারছে না।দু-একজন হয়তোবা করছে,সেটাকে রংবদল বলা যায় কিনা সেটা ভেবে অনেক সময় পার করেছি,অন্তরবেদনা ছাড়া ফলাফল কিছুই মেলেনি।মিলবে কি করে?কেউবা চোখে মোটেই দেখেনা,না দেখেই রং মেরে চলছে।কেউবা ভাঙা ব্রাশেই দিব্যি চালিয়ে যাচ্ছে।কয়েকজন মরচে পরিষ্কারের চেয়ে রং বদলে ব্যস্ত ভীষন।অন্ধের দল আলোতে হাতড়ে হাতড়ে বাহ্বা দিচ্ছে।চমৎকার রংবদল!!!হাসি পায়।রং কাকে বলে?রং এর রং কেমন হয়?
একটা মজার দুঃখের কথা মনে পড়ে গেল অসময়ে।একবার আমায় এক মনঃবৃদ্ধ রং বদলের আদিকাহীনি শোনাতে আগ্রহ দেখালেন।বিষয় মিলে যাওয়ায় আমিও খুশীমনে হাজির।ওনার ঘরটাও নিজের ঘরের মতই দেখলাম।আর উনি নিজেও রং এর কাজ জানা লোক ভীষন ভালবাসেন,আমার মতই।সহযাত্রী হিসেবে মেনে নিলাম উভয়ে উভয়কে।যত বিপত্তি ঘটল কদিন বাদে।বাইরের আর ভেতরের রংটা মেলাতে ভুল করে বসলাম দুজনেই।
দুজনেই ব্যাপারটা বুঝতে পেরেও জানিনা কেন জানি কিছু অন্ধ আর বধির যোগার করে ওদের ঘরও নিজেরাই রাঙাতে লাগলাম।বিবেককে স্বান্তনা দিচ্ছিলাম “হোক না মেকী,আগে পুরো ব্যাপারটা বুঝুক,পরে না হয় নিজেরাই ঠিক করে নেবে।স্বয়ং রং এর কারিগর বোধ হয় ব্যাপারটা সহ্য করতে পারলেন না,গ্রেফতারী পরোয়ানা জারি করলেন দু জনের।কোন রকমে ঘড় ছেড়ে পালাবার পথ পেয়েও হারিয়ে ঘড়েই কারাদন্ড পেয়ে বসলাম।রং এর কাজ ছেড়ে দিলাম,শুরু করি ভেবেই ভয় হয় আবার।না কারাদন্ডের ভয় না,ঘর নষ্ট হবার মায়া কাজ করে।
(রূপকের আড়ালে সত্যটা।নিজ জ্ঞানে বুঝে নিবেন।কিছুটা চিন্তার খোড়াক বোধহয় পাওয়া যাবে।চিন্তাটা আমার বড় আদুরে ব্যাপার!)
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখাটি অল্পের ভিতরে যথেষ্ট চিন্তার খোরাক দিয়েছে। এখন চিন্তা করছি। নিজেকে চেনার ব্যাপারে একটি লেখা লিখব ভাবছি। সেটিই হবে আপনার কমেন্ট। লেখা রশিরোনাম এই কমেন্টের প্রথম লাইন। ইনশা আল্লাহ পড়ে নিয়েন।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ বিভ্রান্তকে সঙ্গ দেওয়ায়।
ধন্যবাদ বিভ্রান্তকে সঙ্গ দেওয়ায়।
ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা নিরন্তর।
মন্তব্য করতে লগইন করুন