একটি শিক্ষনীয় ঘটনা
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৬:০৫ রাত
***একটি চমৎকার ঘটনা***
একবার একব্যাক্তি হযরত ইমাম আবু
হানীফা (রহঃ) এর নিকট
আসিয়া বলিল- আমি বড় সতর্কতার
সহিত এক জায়গায়
টাকা রাখিয়াছিলাম কিন্তু
তাহা কোথায় রাখিয়াছিলাম
এখন
আমার তাহা মনে পড়তেছেনা,
এখন
আমি কি করি বলুন তো? ইমাম
সাহেব
বলিলেন -ভাই
আমি কিভাবে তোমার এই সমস্যার
উপায় বলিব ইহা তো ফিকাহ
শাস্রের
ব্যপার নয় । তবে শুন তোমাকে আজ
সারারাত জাগিয়া নামাজ
পড়িতে হইবে ।
লোকটি ইহা শুনিয়া সেই দিন
রাত্রেই নামাজ পড়িতে শুরু করিল ।
নামাজ পড়িতে পড়িতে হঠাৎ
তাহার টাকার
কথা মনে পড়িয়া গেল সে তখনই
ইমাম
সাহেবের নিকট দৌড়ে গেল।
সে বলিল আপনার
কথা শুনিয়া অনেক
উপকার হইয়াছে আমার
টাকা কোথায়
রাখছি তাহা স্বরন হইয়াছে । তখন
ইমাম সাহেব বলিলেন
তুমি যে সারারাত ধরিয়া নামাজ
পড়িবে ইহা কি শয়তানের সহ্য
হইবে ?
এই
কারনে সে তোমাকে তাড়াতাড়ি তোমার
টাকার কথা স্বরন
করিয়া দিয়াছে।
তবে তোমায় ইহার শোকর
গোজারীর জন্য সারারাত
জাগিয়া নামাজ পড়া উচিত।
(সংগৃহীত)
বিষয়: বিবিধ
১৭৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টি ধন্যবাদ দিলাম।
আমি কয়টি দিবো
৩৩৯৩৩৯৩৩৯৩৩৯.। নাহ এতে হবেনা
জাযাকাল্লাহু বি গায়রি হিসাব..
অনেক মুগ্ধ হলাম।
আল্লাহ পাক আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবার তৌফিক দান করুন-আমীন।
অনেক শুভেচ্ছা রইলো।
মন্তব্য করতে লগইন করুন