একটা মজার কথা শুনুন..
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৪:১৫ দুপুর
যারা আন্দোলনে যোগ দিয়ে দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে তারা নিজেদের গ্রেফতার হওয়াকে একটা গর্বের বিষয় মনে করে।শত অপমানেও তাদের লজ্জা নেই।ফুলের মালা গলায় দিয়ে বেরিয়ে এসে আবার নতুন উদ্যমে শুরু করেন পথচলা।এটা কি লজ্জার কোন বিষয় আদৌ?
একটা মজার অথচ শিক্ষনীয় ঘটনা মনে পড়ে গেল এ বিষয়ে।
আফগান থেকে এক কাবুলিওয়ালা এদেশে বেড়াতে এসেছিল।এক মিষ্টির দোকানদার মিষ্টি নিয়ে বসে আছে অথচ খাচ্ছেনা দেখে সে নিজেই দুইহাতে মুখে পুরতে লাগল।দোকানী ছুটে এসে তাকে ধরে ফেলল।লোকটি নিজের ভাষায় বলতে লাগল,নিজেও খাও না আবার অন্যকেও খেতে দাওনা,কেমন মানুষ তুমি?
কিন্তু দোকানী তার ভাষা বোঝেনা।হৈ চৈ শুনে পুলিশ এগিয়ে এলে লোকটি তাকে পুলিশের হাতে তুলে দিল।পুলিশ দেখল লোকটি বিদেশী,এদেশের হাব-ভাব কিছুই বোঝেনা।এই ছোট একটি ব্যাপারে তাকে হাজতে পুরে দেওয়া ঠিক হবেনা।তার চেয়ে মাথা ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে সারা শহর ঘোরাতে হবে।ছেলের দল পেছন পেছন ঢোল বাজিয়ে মিষ্টি-চোর বলে প্রচার করবে।সুতরাং বিপুল আয়োজনে ছেলের দল এইরূপই করল।
লোকটি যখন দেশে ফিরল তখন সবাই তাকে দেখতে আসল আর জানতে চাইল সে বাংলাদেশ কেমন দেখল?
সে জানাল বাংলাদেশ খুব ভাল।সেখানে বিনা পয়সায় মিষ্টি খাওয়া,বিনা পয়সায় চুল কাটা,বিনা পয়সায় গাধায় চড়ে শহর দেখা আর পেছনে ঢোল বাজক এতগুলো ছেলের দল সবই একদম বিনাপয়সায় পেয়েছে সে।সুন্দর দেশ বাংলাদেশ।
গ্রেফতার হওয়ার পরও যাদের লজ্জা হয়না তাদের আসলে জ্ঞান লোপ পেয়েছে সন্দেহ নেই।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন