একটু সময় দিন আল্লাহর ওয়াস্তে। ওহে মুসলিম একবার জাগো,আর কত ঘুমাবে?
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৪ আগস্ট, ২০১৪, ০৬:১৩:৩১ সন্ধ্যা
সম্মানিত মুসলিম ব্লগার ভাইদের গুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষন করছি।একটু মনোযোগ সহকারে বিষয়টি ভাবার পর আপনাদের মূল্যবান সুচিন্তিত মতামত আশা করছি।
আমরা ব্লগে আসি কি জন্য?আপনারা কি বলবেন জানিনা,আমি আসি অজানাকে জানার জন্য।এখানে বিভিন্ন মন মানসিকতার জ্ঞানী-গুনীদের কাছ থেকে কিছু শিখতে।মাশাআল্লাহ সব সিনিয়র ব্লগার ভাইয়ের কাছ থেকেই অনেক অজানা বিষয়ে জেনেছি,এখনও জানছি।
কিন্তু একটা ব্যাপারে খুব শংকিত হচ্ছি,ইদানিং ব্লগে অনেকেই একে অপরের ধর্মবোধে আঘাত দিয়ে লাগাতার পোষ্ট দিয়ে চলছে।
গ্রামের পথে পথে নামক বদমাশের পাতাটি একবার চোখ বুলালেই যে কোন মুসলমানের রক্তে আগুন জ্বলে ওঠার কথা।কিন্তু সেরকম কোন প্রতিক্রিয়া লক্ষ্য করতে না পেরে খুবই হতাশ বোধ করছি।উল্লেখ্য এর আগেও আমি অন্য শিরোনামে একই ধাচের পোষ্ট করেছিলাম,কিন্তু তারপরও দেখছি এই নিকের পোষ্টে ভিউ কমেনি।কেউ কেউ হয়তো কৌতুকবোধেও পড়েছেন।মন্তব্য করেছেন খুবই কম।আমি সহ্য করতে পারিনি অনেক শক্ত কথায় মন্তব্য করেছি।ব্লক করেছি।এই নিকের প্রতিমন্তব্য রিপোর্ট করেছি।কোন ফল হয়নি,দিনদিন যেন বদমাশটা বেড়েই চলছে।এদিকে ব্লগ সম্পাদক মশাইও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।ব্লগের নীতিমালার কথা বেমালুম ভুলে গেছেন।
আপনাদের সকলের নিকট করজোর নিবেদন,সকলেই একে সহ এরকম পোষ্টকারী সকলের পোষ্ট বয়কট করুন।পাশাপাশি যার যার যোগ্যতা অনুযায়ী ব্যবস্হা নিন।
আল্লাহ ও তার রাসূলের অপমানে চুপ থাকা কি ঠিক হবে ভাইয়েরা।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাড়িওয়ালা কোন জাতের কয়টা কুকুর-বিড়াল পালবে সেটা তাঁর ব্যাপার! তা কি আপনার আমার কথায় হবে??
যদি ওগুলো মানুষকে কামড়ায়-খামচায় তাতেই বা কী এসে যায়!!
ঐ জাতের ডজন তিনেক নিক আছে, একটায় সমস্যা হলে অন্যটা চালায়- সবই মডুমামাদের পালিত!
সুতরাং....
কেমন যেন নিজেকে অসহায় মনে হচ্ছে, আল্লাহ, রাসূল ও ইসলাম ধর্মের এমন অবমাননা যেন কোন ভা্বেই মেনে নিতে পারছি না, এটা তো মেনে নেওয়ার বিষয় ও নয়, কিন্তু হারামীর বাচ্চাদেরকে পাই কোথায় ?
তাই মডু ভাইদের দৃষ্টি আকর্শন করছি, আপনারা যেই ধর্মেরই হোন না কেন, প্লীজ এধরনের কুরুচিপূর্ণ, ধর্মােদ্রোহী ও বেজন্মাদের ধাক্কা দিয়ে বের করে দিন, যেন আপনাদের ব্লগটি সৃজনশীল, সুন্দর ও সজীবতায় ভরা থাকে।
তাই এদের পারতপক্ষে এড়িয়ে চলুন, একান্তই না পারলে যুক্তিসঙ্গত কমেন্ট করবেন, কিন্তু বেশী বাড়তে দিবেন না!
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন