ওহে মানবকূল তোমরা করিয়াছ ভুল, রাখোনাই যারা দাড়ি- রাখিয়াছো চুল।
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৪ আগস্ট, ২০১৪, ১২:১৩:২৬ দুপুর
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি।
আজকাল নব্য যুবকদের মধ্যে প্রথা হয়ে গিয়েছে যে,তারা পুরুষ হওয়া স্বত্তেও দাড়ি রাখেনা।ইহা অত্যন্ত জঘন্য পাপ।দাড়ি না রাখার কারনে নিম্নোক্ত অনেকগুলি পাপ একত্র হয়।
(১)হযরত মুহাম্মাদ মুস্তাফা (সাঃ)হতে শুরু করে যত নবী,ওলী আউলিয়া গত হয়েছেন,তাদের সকলের-ই দাড়ি ছিল।দাড়ি না রাখলে সেই আদি সুন্নত(নবীদের আদর্শ)তরক হয়ে যায়।
(২)স্বয়ং হুজুরে পাক রাসুলুল্লাহ (সাঃ) ফরমায়েছেন:
“তোমরা দাড়ি লম্বা করে রাখ এবং মোচকে খাট কর”
যে প্রাণপ্রিয় রাসূলের শাফায়াত ছাড়া কারও জান্নাতে যাওয়ার সাধ্য নাই,তাঁর আদর্শের উপর ছুরি কাঁচি চালালে তাঁর মনে ব্যাথা লাগে না কি?রাসুলের(সাঃ)দিলে ব্যাথা দিয়ে আমরা তার শাফায়াতের আশা করতে পারি কী?চিন্তা করুন,আমাদের রাসূলে পাক (সাঃ) আমাদেরকে জগতের শ্রেষ্ঠ জাতিরূপে গঠন করে রেখে গেছেন ।তাঁর সেই আদর্শ ছেড়ে হীনমন্যতার পরিচয় দিয়ে অন্য জাতির আদর্শ গ্রহন করলে আমাদের ইহ-পরকাল ভাল হওয়ার আশা করা যায় কী?
মনে রাখতে হবে,একদিন তাঁর দরবারে ফিরতে হবে আমাদের সবাই কে।
রেফারেন্স:বেহেশতী জেওর।
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর অনেকে এসে বলতো জঙ্গী হয়ে গেছি কি-না ...
এখন আর তেমন গায়ে লাগে না এসব, ভালোই অনুভব দাড়িতে!
তবে আপনার ব্যাপারে আশাবাদী ছিলাম,আপনি সত্যকে ভয় পাবেন না।আপনার মত মানুষ ফিরে এসে ইসলামের পক্ষে লেখনীর হাল ধরলে অভাবনীয় সাফল্য পাব আশা করা যায়।আল্লাহ আপনার মঙ্গল করুন।
অনেকটা সেরকমই বলতে পারেন ভাই মাহফুজ আহমেদ । তবে মন লাইনে আনার মেহনত চলছে, দোয়ার দরখাস্ত রইলো ভাই @ মাহফুজ আহমেদ।
মন্তব্য করতে লগইন করুন