মুসলমান হিসেবে অনুরোধ "পোস্ট টি এড়িয়ে যাবেন না"
লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২২ আগস্ট, ২০১৪, ০৫:৩৩:৩২ বিকাল
ফেসবুকে মাঝে মাঝে কিছু তৃতীয় শ্রেণীর লোক দেখেছি,যারা নিজেদের যাহির করতে এমন কিছু স্ট্যাটাস দিয়ে থাকে,যা আসলে মিথ্যা।আর সবচেয়ে বড় কথা এটা স্ট্যাটাস দাতা নিজেও জানে।
প্রথমে বিডি টুডে ব্লগে এসে একটু অবাক হয়েছিলাম।এখানকার প্রত্যেক ব্লগার,পাঠকের সহমর্মিতা,শ্রদ্ধাবোধ দেখে খুবই ভাল লাগছিল।
এরকম শালীনতা পূর্ণ একটি সাইটে নিজে যুক্ত আছি ভেবে গর্ব হচ্ছিল।
হায়!!সবকিছুর উর্দ্ধে যে বাঙালী!
আবার প্রমান পেলাম।
মানুষের মাঝে মতের বিভিন্নতা,ধর্মের বিভিন্নতা,আলাদা পছন্দ,এসব থাকবেই।তাই বলে কেউ কাউকে তিরস্কার করবে?
এক জনের ধর্ম নিয়ে আর একজন কথা বলার নাম তো মূর্খামী,যেগুলোর দিন অনেক আগেই শেষ হয়েছে।
এটা কোন ধরনের সভ্যতা ভাই?
আপনি আল্লাহ মানেন না,নাস্তিক তাইতো?
বেশ ভালো,আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন।আর যদি আপনার ধর্ম,আপনার বিশ্বাসের প্রচার আশা করেন,করতে পারেন।কেউ আপত্তি করবে না,তবে এক্ষেত্রে কারো ধর্মবোধে আঘাত দেয়া যাবে না।
এই ব্লগের একজন জ্ঞানী-গুণী ব্লগার যিনি “গ্রামের পথে পথে”ছদ্মনাম ব্যবহার করে আসছেন,তার আজকের একটি লেখায় ইসলাম তথা মহান আল্লাহ পাককে চরম অবমাননা করা হয়েছে,যা সত্যি দুঃখজনক।
আমরা মুসলিম হয়েও কি করে চুপ আছি?
এসবের কি কোন প্রতিকার নেই।
বয়কট করুন এদের।এরা মুসলমানের প্রকাশ্য শত্রু।
বিষয় টি কেউ এড়িয়ে যাবেন না দয়া করে।
আল্লাহ কে অপমান?মুসলিম হয়ে কি করে সহ্য করি?
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগ নীতিমালার সরাসরি লঙ্গন হওয়া সত্বেও কর্তৃপক্ষ নীরব। টুডেব্লগ ইতিমধ্যেই অনেক গুণী ব্লগার হারিয়েছে, এভাবে চলতে থাকলে বুঝতে পারবে কোথায় যেয়ে ঠেকে টুডে ব্লগ! ধিক্কার জানাই ইসলাম বিদ্ধেষী লেখক ও মডারেটরের নীরবতাকে।
কিন্তু তারপরেও সত্যের জয় অবশ্যম্ভাবী।
এক জনের নাম বলুন।
আপনার ব্লগ পরিসংখ্যানটা একটু দেখেনিন।
------------------
পোস্ট লিখেছেনঃ ৮ টি
মন্তব্য করেছেনঃ ৮ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ২৬ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৪০৮ বার
ব্লগে আছেনঃ ১৭ দিন
দেখে কারও বুঝতে অসুবিধা হবে না, যে গুণী (!?) ব্লগারটারে হারিয়েছে, সেই যে আপনি নন। দ্রষ্টব্য- কমেন্ট#৭
তাই বলুন। কোন গুণী ব্লগার ব্লগ ছেড়ে গেছে?
মুশরিক ও মুর্তিপুজারীদের প্রতি একটি মশার চ্যালেঞ্জ...পারবে কি খন্ডাতে কস্মিনকালেও?
আমি চাইবো, আগে আপনি এই টার মিমাংসা করুন।
দয়া করে জবাব করুন।
আমি যার বাড়িতে মেহমান তার পোষা কুকুরে রাস্তার কুকুরার সাথে কী করলো তাতে আমার কী??
বাড়িওয়ালা মেজবানকে আমার কিছু বলা কি মানানসই?? বড়জোর একটু দৃষ্টিআকর্ষণ/ ইশারা করতে পারি!
তাতে যাদি তিনি (ব্লগের মালিক) না শোনেন- এবং
তিনি গরু-ছাগল-কুকুর যাই পালেন না কেন, তাতে আমাদের (ব্লগার/মেহমান) আর কিচ্ছু বলার/করার নেই!
খুব বেশী হলে এমন বাড়িতে না গেলেই পারি!!
((২))
"কে মাণিক"কে আর দেখছিনা
তবে "পাতা বাহার" কে "কে মাণিক"এর সাথে সম্পর্কিত মনে হয়!!
একই ব্যক্তি হওয়া অসম্ভব নয়!!~
এই রকম নির্বোধ মার্কা কথা বলতে লজ্জা লাগলো না?
এটা আর কেমানিক বর্তমানের পাতাবাহারের মাঝে পার্থক্য নাই।
কোরআনে কোথায় আছে যে বিধরমীদের যেখানে পাও বিনা যুদ্দ্যে কতল কর?
শান্তি চুক্তি করলে বিধর্মীদের কতলের কোন বিধান ঈসলামে নাই।
কোরানের কোথাও সাম্প্রদায়ীক উসকাণী নাই,আপনার ধর্মে যদি নাই থাকে তবে ভারতে কেন এত মুছলিম হত্যা করে।
ভারতে হিন্দুরা যে মুছলিম হত্ত্যালিলা খেলে সেটা কি হিন্দুদের সন্ত্রাসী জিহাদী জুদ্দ্য না?
কোরআনের নীতিমালা চেঞ্জ করতে বলেছেন?---
আপনার হিন্দু ধর্ম নারীদের কি মরজাদা দিয়েছে?আরবের হিন্দুরাতো মেয়ে শিশুদের জিবন্ত মাটি চাপা দিত।আর ভারতে তো স্বামী মারা গেলে সেই সাথে স্ত্রীকেও চিতায় দিত।নারীদের প্রতি এ অবিচার কি কোরান থেকে শিক্ষা নিয়েছেন আপনারা?নাকি আপনাদের রামায়ন,গীতা থেকে নিয়েছেন?
কোরানের আইন আপনাদের গায়ে এত জালা ধরায় কেন?
আপনাদের গিতার আইনতো আমরা অবজ্ঞা করি না,কোরানের আইন কেন অবজ্ঞা করবেন?
মন্তব্য করতে লগইন করুন