শিয়াল স্বাধীনতা দিতে চাইলেই কী মুরগীর নেওয়া উচিত???

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২১ আগস্ট, ২০১৪, ০৮:১০:৪৯ রাত



শেখ হাসিনা দেশ চালাচ্ছে তাতে আমার কোন আপত্তি নেই।আবার খালেদা জিয়া হাল ধরলেও কোন দুঃখ নেই।আসলে আমি এই দুইজনের কাউকেই সাপোর্ট করিনা।কেন জানেন?শুধু মহিলা বলে।কেন দেশে কি পুরুষের অভাব পড়েছে,পুরুষ থাকতে মহিলাদের মাতব্বরি কিসের?ওরা যতই বুঝুক কিন্তু পুরুষের চিন্তা ভাবনার ধারে কাছে আসার ক্ষমতা স্বয়ং আল্লাহ পাকই ওদের দেননি।বিজ্ঞান ও এটা প্রমান করেছে যে পুরুষের ব্রেইনের তুলনায় মহিলাদের ব্রেইন অপেক্ষাকৃত ছোট।এটাই নারী পুরুষের সৃষ্টিকর্তা প্রদত্ত পার্থক্য।আমরা এটাকে অস্বীকার করে স্লোগান দিচ্ছি “নারী পুরুষ সমান অধিকার”

ঠিক আছে শান্ত হও,তোমাদের দাবী আমি মেনে নিলাম।কিন্তু আমার কিছু শর্ত তোমাদের মানতে হবে।

শর্ত গুলো হচ্ছে:

*যানবাহনে নারী কোটায় সীট সংরক্ষিত থাকবে না।

*নারীদের মাতৃত্ব কালীন ছুটি বহাল থাকবে না।

*স্কুল, কলেজ, পাবলিক প্লেস সমূহে কোন মহিলা টয়লেট রাখা যাবে না।

*কাউকে নারী হিসেবে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না।

এবার যে সব পুরুষ এই স্লোগানের পক্ষে তাদের জন্য

*বাসার কাজ সমান সমান করতে হবে।

*প্রত্যেকের পরিবার হতেই অন্তত একজন নারীকে ঘরের বাইরে কাজ করানো বাধ্যতামূলক।

আসলে মুরগী স্বাধীন হলে শিয়ালের চেয়ে আর কার বেশী লাভ হয় বলুন?তেমনি নারী স্বাধীন হলে কিছু দেহলোভী পুরুষের লাভ হয়।

এজন্যই এদের পরিবার থেকে প্রথমে শুরু করতে হবে।

ঘরের বাইরে থাকা মানেই নারীর স্বাধীনতা নয়।নারীকে আসলে বেইজ্জতী করা হচ্ছে,কিন্তু নারী সেটাকে স্বাধীনতা ভেবে নিজেরাই নিজেদের বে ইজ্জতি বেশী বেশী কামনা করছে।

যার ফলাফল আমরা নিজেরা প্রতি মুহূর্তে খবর হিসেবে শুনছি।কারা এই খবরের জন্য দায়ী?আমাদের নির্বাচিত নেত্রী,আমাদের নির্বাচিত শাসন পদ্ধতি ই এজন্য দায়ী।

কিন্তু এদের নির্বাচিত করল কারা? “আমরা বিএনপি ই তো সংখ্যাগরিষ্ঠ,আওয়ামিলীগ গদি পাইলো কেমনে?”ভাই দুইটাই মহিলা।আমার ভোটের জন্য দায়ী আমি।আর কেউ নয়।নির্বাচনে আমি ভোট দেইনা।কবে কোন পুরুষের কালে ভোট দিতে পারব আমি?

আমার মত মানুষের কি ভূমিকা এই দেশে?

আমার মত কি কেউ আছে?

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256850
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৩
আবু জারীর লিখেছেন : যে মুরগীটা সিওর যে স্বাধীনতার নামে অন্য মুরগীর স্বাধীনতা হরণ হলেও তার স্বাধীনতা বহাল থাকবে সেই মুরগীর স্বাধীনতা নিতে সমস্যা কোথায়?

তেমন স্বাধীনতা যুগে যুগে অনেকেই নিয়েছে। মীরজাফর, কারজায়ী আর হাল আমলের সাংবাদিক বুল বুল রা কি উদাহরণ যোগ্য নয়?
256973
২২ আগস্ট ২০১৪ সকাল ০৬:১০
কাহাফ লিখেছেন : সুন্দর লেখা....অনেক ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫২
200658
আজিম বিন মামুন লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File