আমরা কোকাকোলা খাইনা....

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ১১ আগস্ট, ২০১৪, ০৬:০৫:২২ সন্ধ্যা



ইদানিং বিভিন্ন প্রচার মাধ্যম গুলোতে ইসরাঈলী পণ্য বয়কট করার জন্য খুব লেখালেখি হচ্ছে।ইসরাঈলের নিন্দা জানাতে আমরা আম জনতা এছাড়া আর কি-ই বা করতে পারব?

এবং আমাদের এসব পণ্য বয়কট করা উচিত ও বটে,কিন্তু ব্যপার টা অনেক টা দাড়িয়েছে রমজান মাসের মত যখন কয়েকটা দিন আমরা মাথায় পেরেক দিয়ে টুপি এটে দেই।সাধারণ জ্ঞানে কি মনে হয়,বাকী এগার মাস যে অন্য টুপি ওয়ালা দেখে তাচ্ছিল্য করেছি সে পাপ এই এক মাসে সব ধুয়ে যাবে?তেমনি যেই ইসরাঈল গাজায় হামলা করল

অমনি আমরা কোকাকোলা না কিনে ইসরাঈলী অর্থনীতিতে বিরাট ধস নামানোর জন্যে

মিটিং শুরু করলাম,সারাজীবন আমরা যে পয়সা ইহুদীদের দিয়ে এসেছি,তাতে এই কিছুদিনের বয়কটে ওদের কিচ্ছু যাবে আসবে বলে মনে হয়না।চীনের বিভিন্ন অঞ্চলে এ বছর মুসলমানদের রোজা রাখতে দেয়া হয়নি,ভারতেও অনেক মুসলমানদের রোজা ভাঙতে বাধ্য করা হয়েছে,কই এখনও তো আমরা কেউ এসব দেশের পন্য বর্জণের চিন্তা করতে পারিনি।আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন “কাফিররা তোমাদের চির শত্রু”তাই সব বিধর্মী দেশের পণ্যই ঘৃণার সাথে ত্যাগ করা ঊচিত,চাই তারা আমাদের সাথে যত ভাল ব্যবহার-ই দেখাক না কেন।সুযোগ পেলেই এরা আমাদের ক্ষতি করবেই,আল্লাহ সবজান্তা তাঁর কথা ভুল নয়।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253294
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : একদম রাইট কথা বলেছেন। হুজুগ কেটে গেলেই আমরা ভুলে যাব সব কিছু।

এ নিয়ে আমার কবিতাটি পড়তে ও শেয়ার করতে পারেন।

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7205/preacherofislam/50837
এতই দূর্বল ! কর্পূরের মত স্মৃতিশক্তি আমাদের,
কিছুদিন পরেই ভুলে যাব পৈশাচিকতা ইহুদীদের।
ভুলে যাবো আমেরিকা ভেটো দিয়েছিলো হেসেই,
ওবামাকে আমন্ত্রণ জানাবো আমাদের এই দেশেই।
*****************
ভুলে যাবো ইউরোপিয়ান ইউনিয়নও চুপ ছিলো,
বিশ্বকাপ এলেই হবো ফ্রান্স জার্মানী, হবো ইতালীও।
ভুলে যাবো জাতিসংঘ ছিলো জারজ ইহুদীদের পোষ্য,
তারপরও শান্তিরক্ষী বাহিনীতে যাবে আমাদের সেনা সদস্য।
****************
ভুলে যাবো ব্রিটেন কথা বলেছে ইসরাঈলের ভাষায়,
তবু আমাদের বানিজ্য চলবে ইংল্যান্ডের সীমানায়।
ভুলে যাবো ভারত নিন্দা জানাতেও ছিলো নাখোশ,
এরপরও ওদের অন্যায় আবদারে হবে নিরুপায় আপোস।
****************
ভুলে যাবো ওরা সবাই পান করেছে আমার ভাইয়ের রক্ত,
কিছুদিন পরেই আবার হয়ে যাবো ওদের পণ্যের ভক্ত।
ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো মজলুমের দীর্ঘশ্বাস,
হাশরেরও বিলীন হয়ে যাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
~~~~~
########
WEBSITE- http://www.preacherofislam.wordpress.com
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
201060
আজিম বিন মামুন লিখেছেন : অসাধারণ,
253295
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আওণ রাহ'বার লিখেছেন : ছোট ছোট কুরবানির করার পরে বড় বড় কুরবানি করা সহজ হয়।
253304
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
পাতা বাহার লিখেছেন : টয়লেটে যে কোকাকোলা ফেললেন, এটা কি কিনে নিয়ে না খেয়ে ফেলে দিলেন, না কি জোর করে কারও কাছ থেকে কেড়ে নিয়ে, যার কোকাকোলা তাকে খেতে না দিয়ে, এভাবে ফেলে দিলেন?

তবে যে অবস্থায়ই এটা টয়লেটে ফেলে দেন না কেন, ইস্রায়েল ঠিকই এই কোকাকোলাটির সঠিক মূল্য পেয়ে গেছে। অতএব, ইস্রায়েলের ব্যবসার কোনই ক্ষতি হয় নাই, কোকাকোলা টয়লেটে ফেলাতে।
253330
১১ আগস্ট ২০১৪ রাত ০৮:১৫
বুড়া মিয়া লিখেছেন : কোকা, আর.সি, মজো –সবেরই কাচামাল থেকে শুরু করে টেকনোলোজী, ম্যাশিনারী, ফর্মূলা ইত্যাদী সবই বিদেশী, আর যেহেতু সব রসুনের কোয়ার গোড়া এক – তাই অন্যগুলোর মধ্যেও খুজলে ইহুদী ছোয়া লাগিয়ে দেয়া যাবে!

আমার মনে হয় এর আরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বাজারে; কেননা একটা বয়কট মানে আরেকটার বিক্রি বেড়ে যাবে – এ ধরণের প্রচারণা যার বিরুদ্ধে নেমেছে সে সহ্য করবে না, এরই মধ্যে অবস্থা দেখে দাম কমিয়ে এ্যাকশনে নেমে গেছে তারা; দেশের যেসব লোক এসবের ব্যবসায় কোকা-দের সাথে প্রতিযোগীতা করে – তাদের অর্থনৈতিক শক্তি বিদেশী বা ইহুদীদের মতো না। তাই কোকা-রা দাম কমালে বাধ্য হয়ে লোকাল মালিকদেরটারও দাম কমাতে হবে, নইলে ওদেরগুলো চলবে না; এতে করে লোকাল মালিকদের লাভ কমে যাবে, অর্থনৈতিক শক্তি অর্জন বাধাগ্রস্ত হবে এবং এটা চলতে থাকলে একসময় আরও দাম কমিয়ে লোকাল মালিকদের কোমর ভেঙ্গে এ ব্যবসা থেকে তাদের বসিয়ে দেবে কোকা-রা, তারপর আবার তারা একচেটিয়া মওকা পেয়ে দাম বাড়িয়ে পুরো ক্ষতি একবারে পুষিয়ে নেবে। এতে করে ক্ষতি কার হবে – লোকাল মালিকদের নাকি বিদেশী বা ইহুদী মালিকদের?
253603
১২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৩
হতভাগা লিখেছেন : কোকাকোলা কিনে তা কমোডে ফেললে ইসরায়েলের কি ক্ষতি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File