গাজা!!!!!

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ০৬ আগস্ট, ২০১৪, ১১:৩৪:০২ সকাল

আমরা মুসলিম জাতি।সে হিসেবে ধর্মের মাপকাঠি অনুযায়ী আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারব,আমি প্রকৃত মুসলমান।কখনও কি খুজেছি মুসলমানের সংজ্ঞা?রাস্তা থেকে একশত মানুষ দাড় করিয়ে দেখুন এর মধ্যে কয়জন কে আপনার মুসলমান

মনে হচ্ছে?দেখা যাবে শতকরা ৯০ ভাগ ক্লিন শেভ

সাথে পাশ্চাত্য পোষাকে দম্ভিত হৃদয়ের মানুষ,বাকী দশ জন,এদের মাঝে সাতজনের দাড়ী আছে কিন্তু পোষাকে সাহেবীয়ানা,বাকী তিন জনের মাথায় টুপি,মুখে দাড়ি-

শরীরে সুন্নতি লেবাস।এদের মাঝে মুলমান কারা বলতেই নব্বই জন ক্ষেপে গিয়ে জানাল "তারা মুসলমান"কেউ কেউ জানাল বাহিরের রূপ কিছু না,আসল হচ্ছে গিয়ে ভিতরের ব্যাপার।এদের কে বলি যখন ইশকুল নামক বেয়াদবের কারখানায় পড়েছেন তখন তো বেশ ইউনিফর্ম পরতেন,কেন?নিয়ম বলে?

আচ্ছা,সে নিয়ম এখন কেন খাটবেনা?এটা তো আমাদের মুসলমানের পরিচয় বহন কারী রাসূল (সাঃ) এর পোষাক!দাড়ী?এটাও আমাদের রাসূল (সাঃ) এর সুন্নত।এখন সবার জবাব "আমরা অধিকাংশই নামাজী,তাহলে কেন মুলমানিত্ব নিয়ে প্রশ্ন?"ঠিক আছে মানছি।আল্লাহর রাসূল কে ভাল না বেসে আ্লাহকে ভালবাসা?অর্থহীন!সারা জীবন নামাজ পড়,রোজা রাখ কোন লাভ হবেনা।যে সাতজনের পোশাক বুশের সেই সব হাফ মুসলমান রা বাচতে চাইলে পুরো মুসলিম হও

হয়ত খুব বেশী সময় নেই তোমার হাতে,কিন্তু তুমি বে খবর।যে ঘরের ছাদ নেই সে ঘর তোমাকে বন্য প্রাণী থেকে রক্ষা করলেও রোদ বৃষ্টি তোমায় ক্ষমা করবে না,

মুসলমান হও,বাপ দাদার দেয়া মুসলমানিত্বে ভরসা করোনা।প্রকৃত মুসলমান হওয়ার চিন্তা ফিকির শুরু কর।আল্লাহ আমাদের সকল কে তৌফিক দান করুন-

আমীন।

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255648
১৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৩
নিশিকাব্য লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File