এ দেশের একজন নাগরিক হিসাবে অন্তত এ দাবীটুকু থাকতে পারে

লিখেছেন লিখেছেন সাহেদ কালাম ৩০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৯:১৩ রাত

ইতঃপূর্বে যে ধর্ম বিশ্বাসে বিশ্বাসী প্রধান চারটি ধর্ম নিয়ে কটাক্ষ করেও পার পেয়ে যায়, রাষ্ট্রযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে থেকে পুনরায় নব্বই ভাগ মুসলমানের এই দেশে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি নিয়ে চরম বিরোধ ও আপত্তিকর বক্তব্য প্রদান করে। সে কী আবার পার পেয়ে যাবে? সে কী আবার এমন কুরুচিপূর্ণ সমালোচনা করার দুঃসাহস করবে?

হ্যাঁ করবে, আপনারা ছাড় দিয়েছেন বলেই করেছে আবার দিবেন আবার করবে।

এই সেই লতিফ সিদ্দিকী যাকে তার স্বয়ং পরিবার খোদ অভিশাপ মনে করে।

কিন্তু আমাদের প্রধান মন্ত্রী মহোদয়া ঠিক তাকে আহ্লাদে আটখানা দিয়ে হালের অকেজো বলদ মনে করেও যত্নে গোয়ালে রেখে দিয়েছেন।

প্লিজ বঙ্গকন্যা, আসছে কোরবানী হাটে বেশ ভালো দাম পাবেন এই বলদটাকে বেচে দিন। শুধু আপনি আপনার দলের কিংবা সরকারের কাউকে বলুন ছবি তোলে এখানে আপলোড দিয়ে দিতে দেখা যাক অলক্স, ব্দ'র ন্যায় বেচা যায় কিনা।

আরেকটা কাজ করতে পারেন এই কুলাঙ্গারটাকে দেশে এনে কি করবেন? দেশে আনারও কোনো মানে হয় না। আমরা চাই না এমন বিকারগ্রস্থ লোক দেশে এসে বিকারগ্রস্থ লোকের পরিমাণ বাড়াক।

সাজেদা চৌধুরী একটা বক্তব্য দিয়ে বলে ফেললেন লতিফ সিদ্দিকীর এ বক্তব্য দলের কাছে গ্রহণযোগ্য নয়। ব্যস ম্যাডাম! অনেক বলেছেন, এবার থামুন.... এখানেই আপনাদের সীমাবদ্ধতা। আমি ভেবেছিলাম এও বলে ফেলতে পারতেন লতিফ সিদ্দিকী আপনাদের দলের কেউ নয় এটা যে বলেননি তা কম কিসে।

আমি সাংবিধানিকভাবে বাংলাদেশী বাঙ্গালী হিসাবে আমার বিচারটুকু দাবী করি। একজন মুসলিম হিসাবে আপনাদের কাছে বিচার দাবী করার কোনো মানে হয় না।

বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270322
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:০৭
ফেরারী মন লিখেছেন : এসব করে পার পাওয়া যায় সেজন্যই বার বার এসব ঘটনা ঘটছে।
270343
০১ অক্টোবর ২০১৪ রাত ১২:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ঐ মহিলা তো আগেরদিন হাসানকে বেয়াদব বললো-
আর পরদিনই তার প্রশংসার বন্যা----

ওদের কোন বোধ-বিচার অবশিষ্ট আছে নাকি!!
270386
০১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১৫
শেখের পোলা লিখেছেন : বিচার পাবেন, অপেক্ষা করুন৷ লাইন অনেক বড় কিনা৷ আমার আপনার সামনে আরও অনেকে আছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File