ঘুম....শেষ ঘুম
লিখেছেন লিখেছেন এভারগ্রিন ২৭ জুলাই, ২০১৪, ০১:৫৬:৪৩ দুপুর
শেষমেষ সিগারেটটা ধরেই ফেললাম।প্রথম প্রথম
কিছুটা কষ্ট হলেও এখন সব সয়ে গেছে।
হাতে গোল্ডলিফ নিয়ে হাটছি।হঠাৎ
কয়টা বাজে তা জানতে ইচ্ছা করল।
বিকাল ৫ টা ২ বাজে,৩০ শে জানুয়ারী, ২০১৫
এই না সেদিন ছিল ২০১৪ আর আজ ২০১৫।উহ কত
তাড়াতাড়ি না বছর টা চলে গেল।একটু বেশি দ্রুত
গেল মনে হচ্ছে।রেল লাইন দিয়ে হাটছি।আগের
সিগারেট শেষ আরেক্টা ধরিয়েছি।নাহ
সন্ধা হয়ে আসছে বাসায় যেতে হবে।হঠাৎ
একটা ম্যাসেজ আসল
"দোস্ত আমার ত ঢাকা ভার্সিটিতে ত হয়ে গেসে।।
ফার্মেসিতে।।তোর কই হইছে??"
রিপ্লাই দিতে গিয়ে দেখি সেন্ডিং ফেইল্ড দেখাচ্ছে।
বাসায় ফিরলাম।বাসায় দেখি মিষ্টি।পাশের বাসার
আন্টি এসে দিয়ে গেসে।।অনেক
হেটে আসছি ,গলাটা একেবারে শুকিয়ে গেসে।
পানি চাইলাম কিন্তু কেউ এল না।বুঝলাম কারো মন
ভাল নেই তাই।।হঠাৎ এক্টা কল আসল আমি ধরলাম
-হ্যালো হ্যা আংকেল বলেন
-তা বাবা মিষ্টি কোথায়
-ও হ্যা মিষ্টি।
-কোথায় চান্স পেলে বাবা
লাইনটা কেটে গেল।বলতে গিয়েও পেলাম না।হঠাৎ
পাশের বাসার আন্টি আসল।।শুরু করল আমার মায়ের
সাথে কথা
-ভাবি জানেন আমার বোনের মেয়ে DMC তে চান্স
পাইছে,আর আমার ছোট ছেলেটা বুয়েটে।
-তা জয়ের খবর কি
-ও ত ও ত।আসলে ও
-থাক বুঝতে পারছি যেমন ছেলে।আমি শুনেছি।।এমন
ছেলে বাচিয়ে রাখার থেকে মেরে ফেলাই ভাল।অমন
ছেলে জন্ম না দেয়াই ভাল
কথা গুল বলে চলে গেল।মা শুধু বসেই রইল।হয়ত
কয়েক ফোটা চোখের পানিও ফেলেছে দেখিনি।
বাবা কে আজ কোনো কথা বলতে দেখি নি।আমার
উপর হয়ত একটু রাগ হইসে।।ব্যাপার নাহ এমন
হয়ে থাকে।।আবার কল আসল।আত্মীয়সজনের
চেনা মুখ গুল আজ অনেক অচেনা হয়ে গেসে।।
কয়েক দিন আগেও কল দিয়ে ভাল কথা বলছিল
আজ কেমন যেন হয়ে গেসে।।।
উহ ঘরের ভেতরে কেমন যেন ভ্যাপসা গরম।।
কানে হেডফোন ঢুকিয়ে ছাদে উঠে গেলাম।
ছাদে উঠতে উঠতে হঠাৎ আরেক্টি মম্যাসেজ।আমার
গার্লফ্রেন্ড এর থেকে
"এই শোন আমার সাথে আর যোগাযোগ কর না।
আমি আর কোনো রিলেশন রাখতে চাই না।।বাই"
হাহাহা কি সুন্দর তাই না।।আজ আকাশ টা অনেক
পরিস্কার।এক্টুও মেঘ নেই, অনেক তারা।।ছাদের
ধারের দিকে কোন দিন যাওয়া হয় নি।।ভয় লাগত।
আজ ভয় নেই।দেখতে মন চাইল কেমন দেখা যায়।
যাচ্ছি অই দিকেই।হুম একেবারেই ধারে আমি।সাত
তলার উপর থেকে নিচে দেখতে ভালই লাগে।।
কি ব্যাপার এই না সাত তলার উপর ছিলাম এখন
আবার মাটিতে কেন আমি।।সবাই
কাছে আসছে দেখছি।।কি হয়েছে আমার কিছুই ত
বুঝতে পারছি না।।।উহ হাত টা নরাতে পারছি না,
মাথা থেকেও প্রচুর রক্ত পড়ছে।।কিন্তু
ব্যাথা নেই।।হঠাৎ আমার বাবা এসেও
আমাকে ধরে কান্না শুরু করল দেখছি।।
ambulance আসছে কেন?এত
জিজ্ঞাসা করছি কেও
শুঞ্ছে না কি যে হইসে সবার।
সবাই আমাকে নিয়ে ambulance উঠাচ্ছে।।উঠাজ্ঞ
া আমার কি।।উহ অনেক দিন পড়ার জন্য ঘুমান হয়
না ঠিক মত।।
খুব ঘুম পাচ্ছে।।একটু ঘুমাই চোখটাও
লেগে আসছে।।।।।
একটু ঘুম
এক্টু ঘুম
শুধুই ঘুম শেষ ঘুম.....
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন