তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?

লিখেছেন লিখেছেন আবু সাঈদ ২৫ নভেম্বর, ২০১৫, ১২:২৯:১৯ রাত

লেডি হিটলার ও তার চ্যালাচামুন্ডারা এ্যাডলফ হিটলারকেও হার মানিয়েছে। মৃত্যু পথের যাত্রী বিশেষত ফাঁসির কাষ্ঠে অপেক্ষমান কোন ব্যক্তিকে নিয়ে মিথ্যাচারের নজীর পৃথীবীর ইতিহাসে আর দ্বিতীয়টি আছে কি না সন্দেহ। মিথ্যা মামলা সাজানো সাক্ষী দলীয় আইনজীবি নিজস্ব ট্রাইবুনাল ওরফে ক্যাংগারু কোর্টের রায়!! তথাপি তৃপ্ত হতে পারে নি। ক্ষমা ভিক্ষার মিথ্যা নাটক সাজিয়ে, অপবাদ দিয়ে চির উন্নত শির বীরদ্বয়ের ব্যক্তিত্ব ভূলুন্ঠিত করতে চেয়েছিল। ব্যর্থ হয়েছে। এমন হীন চক্রান্তের ঘটনা শুনলে হিটলার নিশ্চয়ই লজ্জা পেত। এ মিথ্যাচার দেখলে গোয়েবলসীয় মিথ্যাচারের জনক লজ্জায় কুটিকুটি হত। কিন্তু লেডি হিটলারের চ্যালারা বানরের মত দাত কেলিয়ে হাসছে!! শয়তান বলছে সালাম!! মহারানী সালাম!!

# একটা কৌতুকের কথা মনে পড়ে গেল মরহুম মাওলানী ভাষানীর কথা। উনি বলেন, একবার শয়তান মহলে সাড়া পড়ে গেল। দীর্ঘ সময় যাবৎ শয়তানের সর্দারকে পাওয়া যাচ্ছে না। খুজতে খুজতে অবশেষে জানা গেল শয়তানের সরদার শেখ সাহেবের পা টিপটিপি করায় এতটাই মশগুল হয়ে পড়লেন যে তিনি রাজ্যের কথা ভুলে গেলেন।

# লোকে বলে শেখ সাহেবের একটা দোষ ছিল আর সেটা না কি স্বপ্ন দোষ!!

# সাকা চৌধুরী ও মুজাহিদ সাহেবের ফাঁসিও হয়তো সেই স্বপ্ন দোষেরই ফসল!!

# আচ্ছা যুক্তির খাতিরে ধরে নিলাম তারা ক্ষমা চেয়েছেন(নাউযুবিল্লাহ) বাংগালী তো মহান জাতি তাহলে কেন ক্ষমা করা হলো না!! ক্ষমা করে কেন মহত্মের পরিচয় দিলো না?? ক্ষমা করে তো বলতে পারতো "তুমি অধম, তাই বলে আমি উত্তম হইবো না কেন??

বিষয়: রাজনীতি

১৫১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351318
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:৩১
শেখের পোলা লিখেছেন : কথাটা এখন উল্টা করে বলতে হয়৷ তুমি উত্তম তাই বলেকি আমাকেও উত্তম হতে বল৷ধন্যবাদ৷
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
291719
আবু সাঈদ লিখেছেন : ভালোই বলেছেন। ব্যাপারটি ঐরকম ই আর কি! আপনাকেও ধন্যবাদ
351320
২৫ নভেম্বর ২০১৫ রাত ০২:৩৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
291720
আবু সাঈদ লিখেছেন : ধন্যবাদ
351333
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৩২
ইবনে হাসেম লিখেছেন : এটাতেও ওদের উদ্দেশ্য ছিল দ্বিবিধ। এক, তাঁদের মান মর্যাদা ধুলোয় লুটানো এবং দুই, সাধারণ জনগন ও ইসলামী আন্দোলনের সিপাহসালারদের মনে তাদের মরহুম নেতা ও তার আদর্শ সম্পর্কে ঘৃণা সৃষ্টি করে তাদেরকে ইসলামী আন্দোলন থেকে পৃথক করে দেয়া। তবে আল্লাহর রহমতে কোনটাতেই লেডি হিটলার সফল হয়নি। আলহামদুলিল্লাহ
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১৩
291721
আবু সাঈদ লিখেছেন : আলহামদুলিল্লাহ
351353
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৫০
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : অন্যদের জন্য সতর্কতা। রাষ্ট্রপতি বরাবর গালিও দেয়া যাবে না। কারণ তাও হয়ে যাবে ক্ষমার আবেদন।
২৫ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৪
291803
আবু সাঈদ লিখেছেন : জ্বী
351366
২৫ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫০
হতভাগা লিখেছেন : বিষধর সাপকে ক্ষমা করলে পরে সে সুযোগ মত কামড় বসিয়ে দেয়
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১০
291717
আবু সাঈদ লিখেছেন : জাতি চল্লিশ বছর দেখলো শুধু মধু। এখন বের হল বিষ!=Happy
351525
২৫ নভেম্বর ২০১৫ রাত ১১:১৪
সাদাচোখে লিখেছেন : প্রতারনা, ফ্যাসাদ আর মিথ্যাচার - লেডি হিটলার চরিত্রের অলংকার।
২৬ নভেম্বর ২০১৫ রাত ০১:১২
291846
আবু সাঈদ লিখেছেন : জয় বাংলা MOney Eyes

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File