সন্ত্রাসী কারা?? মুসলিমরা না অমুসলিমরা??
লিখেছেন লিখেছেন আবু সাঈদ ১০ অক্টোবর, ২০১৫, ০৮:৫৪:৪৮ রাত
মুসলমানরা কেন সন্ত্রাস করে? আসলে এটা একটা প্রপাগান্ডা, ভন্ডামীমূলক প্রশ্ন ছাড়া আর কিছুই না। বলুন তো সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাসী কর্মকান্ডের পরিচয় কি? এই প্রশ্নগুলোর উত্তর দেন তো দেখি? ১. যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল? ২. যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল? ৩.যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল? ৪.যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল? ৫.যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড- ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল? ৬. যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল। যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম? উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলিমরা কখনো জড়িত ছিলনা। এগুলো কি সন্ত্রাস নয়? এগুলো যারা করেছে তারাই তো বড় সন্ত্রাসী। তাই না? তবে এদের কে সন্ত্রাসী না বলে মুসলমানদের সন্ত্রাসী বলাকে জ্ঞান পাপীর কাজ ছাড়া আর কি বলা যেতে পারে? যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় অপরাধ। আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় ইসলামী জঙ্গীবাদ!
কতই না মন্দ কথা যা তোমরা বলে থাকো।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন