আসুন সালামের প্রচলন করি
লিখেছেন লিখেছেন আবু সাঈদ ০৩ ডিসেম্বর, ২০১৪, ১১:৩১:৫৩ সকাল
আমি ন্যাচারাললি hi/hello এর ব্যবহার পছন্দ করি না। যদি কারো সাথে চ্যাট করার ইচ্ছা করি তো সালাম দিয়েই শুরু করি। সালামের ক্ষেত্রে অনেকেই সংক্ষিপ্তভাবে 'সালাম' শব্দের ব্যবহার করে। ভাবখানা খুব বিজি! আমার তো মনে হয় এটা একটা মানসিক দৈন্যতা বই কিছুই নয়। সালম/আসসালাম বললেই কি সালামের হক আদায় হয়ে যায়!! তো যেটা বলছিলাম অনেকেই inbox এ অনেকেই hi/hello করেন। আপনি বিধর্মী হলে মাইন্ড করতাম না। এমন ও হয় একজনে hi বললো, আমি চুপ। পরের দিন সে আবার hi দিল। আমি বিরক্তি নিয়ে বললাম hi পাছে অহংকারিভাবে! তিনি আবার দিলেন hi!
সালাম ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপুর্ণ উপাদান। হাদিসে আছে আগে সালাম পরে কথা। অন্য হাদিসে আছে সালাম দাতা ৯০ নেকি পাবে। কুরআনের ভাষ্য অনুযায়ী জান্নাতীদের অভিবাদন হবে সালাম! তো আসুন আমরা সালামের ব্যাপক প্রচলন করি। hi/hello বর্জন করি। জান্নাতি আচারন করি। জান্নাতি মানুষের কাতারে শামিল হই।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর সঠিক ভাবনা!
আসলে লেখার সুবিধার্থে 'সালাম' সংক্ষিপ্তাকারে এসে যায়! মনে পুর্ণ রুপই থাকে!
hi/hello আমিও পছন্দ করি না!
ইনশা আল্লাহ স্বভাব বদলাতে প্রচেষ্টা থাকবে!
জাযাকুমুল্লাহু খাইরান!
মন্তব্য করতে লগইন করুন