কোর্টের রায় ও সখিনার চিঠি

লিখেছেন লিখেছেন আবু সাঈদ ০৭ নভেম্বর, ২০১৪, ০৭:৫৮:১২ সন্ধ্যা

##‪#‎কৈফিয়তঃজানি‬ এই পোষ্ট টা আমার দেয়া সাজে না, আমার ব্যাক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ঠের সাথে বেমানান। সত্যিকথা বলতে এরকম ভাষা আমার মুখ/কলম দিয়ে কখনোই বের হয় নাই।

#‪#‎প্রেক্ষাপট‬:-ট্রাইবুনাল ও আপিল বিভাগের রায়





#‪#‎দৃষ্টান্ত‬:- বল্টু শহরে থাকে।

তার বউ সখিনা থাকে গ্রামে। বল্টুরই বন্ধু আবুল।

বল্টু একদিনসখিনার জন্য “শাড়ি” কিনে পাঠালো আবুলের মাধ্যমে।

:

প্যাকেট খোলা দেখে সখিনা বুঝতে পারলো আবুল শাড়ির প্যাকেট খুলে দেখেছে।

কিছুদিন পর আবার বল্টু সখিনার জন্য “ব্রা” কিনে পাঠালো আবুলের মাধ্যমেই। আবারো প্যাকেট খোলা দেখে সখিনা বুঝতে পারলো আবুল প্যাকেট খুলে দেখেছে।

:

বেশ কিছুদিন পর আবার বল্টু সখিনার জন্য “দুধ”কিনে পাঠালো ঐ আবুলের মাধ্যমেই।

:

এবার সখিনা প্যাকেট হাতে নিয়ে দেখে প্যাকেট তো খোলা এর উপর আবার প্যাকেটে অর্ধেক দুধ নাই।

তাই সখিনা রাগে-দুঃখে বল্টুকে চিঠি লিখলো।

চিঠিতে যা লিখলো _______""শোন তোমার বন্ধু ঐ আবুইল্যা একটা জানোয়ার !! সে প্রথমে আমার শাড়ি খুলছে, আমি কিছু বলি নাই। আবার ব্রা খুলছে তারপরেওতোমারে কিছু কই নাই !! এখন সে আমার দুধ অর্ধেক খাইয়া ফালাইছে!

চিঠি পড়ার পর বল্টু বেহুঁশ......

#‪#‎ফলাফলের‬ সামঞ্জস্য:-



বল্টু যেমন ঘটনার সত্যতা যাচাই না করেই বেহুশ হয়ে গেছে তেমনি বিচারপতিগনও সত্য যাচাই না করে জামাত নেতাদের জাবজ্জীবন/ফাঁসীর রায় দিয়ে দিচ্ছেন।





বিষয়: রাজনীতি

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File