সময় এসেছে হক ও বাতিলের পর্থক্য নিরুপনের(শেষ পর্ব)

লিখেছেন লিখেছেন আবু সাঈদ ০৭ নভেম্বর, ২০১৪, ০৭:৩৫:৩২ সন্ধ্যা

সময় এসেছে হক ও বাতিলের পর্থক্য নিরুপনের(শেষ পর্ব)

November 4, 2014 at 5:06pm

ফাঁসীর রায় হওয়ার পর এক শাহবাগী হিন্দু ফেসবুকে লিখেছে-

'নে, তোর বাপরে ফাঁসি দিলাম।' একজন সাচ্চা মুক্তিযদ্ধাই বটে।

শেখ হাসিনা বলেছে, একটা একটা রায় হবে, সেই রায় কার্যকর হবে। বুঝা গেলো, আওয়ামী এবং বাম সবার কথাই এক।

কিন্তু আর কে কি বললো ?

# বিএনপি - আমাদের কিছুই বলার নেই। ওরা মৌলবাদী,আমরা হলাম সেক্যুলার।

# দেওবন্দি - ওরা মওদুদীর ইসলাম মানে, সাহাবাদের নিষ্পাপ মনে করেনা। আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নাই।

# মাইজভান্ডারী - ওরা তো মুসলমানই না। ওরা মাজারের বিরুদ্ধে। ওরসে আসেনা, সুফিবাদ মানেনা।

# চরমোনাই - ওরা চার তরিকা মানেনা, আমার কাছে মুরিদওহয়না। নারী নেতৃত্ব মানে। ওদের ফাঁসী হলে হোক।

# ফুলতলী - ওরা নবীজীকে (সঃ) হাজির নাজির মানেনা,মিলাদ কিয়াম করেনা। ওদেরকে মেরে ফেলাই উচিত।

# আহলে হাদিস - আহলে হাদিসের বাইরে কোনো মুসলমান আছে নাকি? ওরা মাজহাবের পুজা করে।

# ওহাবী - ওরা খালি রাজতন্ত্রের বিপক্ষে বলে। ওরা থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।

# তাবলীগী - ওরা আছে রাজনীতি নিয়ে। রাজনীতী করলে তো মারামারি কাঁটা কাটী হবেই। আমরা এসবের মধ্যে নাই।

# মাদখালি - ওরা শুধু গদি দখলের জন্য ফিতনা সৃষ্টি করে।নামাজ রোজা করলেই তো দ্বীন কায়েম হয় গেলো। গদী দখলের কি দরকার?

# সালাফী - সহি সুন্নাহ অনুয়ায়ী শাসক যদি ফাসিকও হয় আরঅত্যাচারীই হোক, তবুও বিদ্রোহ করা জায়েজ না।লিংকনের

দেয়া হারাম পন্থায় কোনোদিন দ্বীন কায়েম হবেনা। ওরা বিদ্রোহী।ওদেরকে দমনের অধিকার শাসকের আছে।

# বাকী থাকলো কি? যারা বাকী থালো ওরা দুনিয়াকে তুচ্ছ করে আল্লাহর সন্তোষ্টির জন্য কাতার বেঁধে লড়াই করে, শহীদ হয় কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনা। দুনিয়ার সকল শক্তি যখন ওদের বিরুদ্ধে দাঁড়ায় তখনই বুঝতে হবে হক্ক কারা।

# এখন প্রশ্নঃ হক্ক কয়টা? একটাই এবং শুধু একটাই। আর বাতিল কয়টা? হক্কের বাইরে যা ই আছে সব বাতিল, সব। আল ইসলামূ হাক্কুন, ওয়াল কুফরু বাতিল। আল ইসলামু নূরুন, ওয়াল কুফরু জুলম।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File