হিংসা,জেলাসি,আড় চোখা শুধুই ধংস আনে,আদর,ভালোবাসা শুধু কাছে টানে।
লিখেছেন লিখেছেন ব্লু শার্ক ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৫২:৫৪ সকাল
উপরের টপিকের যে তিনটি সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে তারসাথে আমি আপনি সবাই পরিচিত।নতুনভাবে পরিচয় দেয়ার কিছুই নেই।প্রতিদিন ই আমরা হিংসা বা জেলাসির স্বীকার বা নজেরাই এগুলো করি থাকি।কেউ একজন আপনার আমার থেকে সামান্য এগিয়ে গেলেই শুরু হয় হিংসা।ব্যবহারিক জীবন ছেড়ে এখন সেই হিংসা ভার্চুয়াল জীবনেও পিছু ছাড়ছে না।কিছু উদাহরণ দিলেই টের পাবেনঃ
১।ফেসবুকে আপনার লাইক একটু বেশি,তাহলে আপনার পোষ্টে আপনার বন্ধুদের কমেন্ট হবে নিম্নরূপঃ
*অটো আবাল
*অটো লাইকের লিংকটা দে
*অটো ছাড়ি দে
[বস্তুত ওই ব্যক্তি অটো মারে নেই]
২।ফেসবুকে আপনি ভালো কিছু লিখলেন,কমেন্ট হবে নিম্নরূপঃ
*ভালোই কপি করো
*নিজ থেকে কিছু লেখ
[বস্তুত সেই ব্যক্তি নিজ থেকেই লিখেছে]
উপরে কিছু উদাহরণ দিলাম।এরকম দিতে চাইলে হাজারের উপর দিতে পারতাম।
ভালোবাসা,উতসাহ একজন মানুষের মনোবলকে দিগুন বাড়িয়ে তুলে।
উপরোক্ত কমেন্ট গুলো ওই ব্যক্তির মনোবলকে হয়তো চূর্ণ বিচুর্ণ করে দিয়েছে।
কিন্তু এই জায়গায় সামান্য ভালো কমেন্ট বা উতসাহ দেয়া হলে উক্ত ব্যক্তি নিজ থেকে লেখার মানসিকতা বজায় থাকত।
তবে জেলাসির কারণে আমরা তা করতে দেয় না।
WE ARE REALLY USELESS.
CONTACT OR FOLLOW ME @ http://www.facebook.com/arafat.faisal.355
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একজন সম্পদশালীর প্রভাব প্রতিপত্তি দেখে হিংসা/আকাংখা না এলে – তা অর্জনের ইচ্ছাই জাগে না,
কারও আনন্দ-আরাম-আয়েশের প্রতি দৃষ্টিপাতের ফলে হিংসা না এলে – সেরকমভাবে থাকার দিকেও কেউ ধাবিত হয় না!
এরকম ভাবে হিংসাই সব সফলতার মূল বলে প্রমাণ করা যাবে। আর হিংসা/আকাংখার বাস্তবায়নে যা-তা করতেও কেউ পিছপা হয় না – চরিত্র-হনন, হানাহানি, খুনা-খুনি সবই হিংসার ফলে অন্তরে-আকাংখিত পর্যায় অবগাহনের কিছু মাধ্যম! আর এটা প্রতিনিয়তই দেখা যায় দিব্যচোখে ...
ভালো লাগলো আপনার লেখা।
বরং জীদ এমন হওয়া উচিত আমি তার চেয়ে ভাল কিছু করব যাতে তারটা আমার চেয়ে নীচে পরে যায় ।
মন্তব্য করতে লগইন করুন