কেবল পাশের হার বাড়লেই শিক্ষার মান বাড়বে না!

লিখেছেন লিখেছেন ব্লু শার্ক ১৩ আগস্ট, ২০১৪, ০২:৪৫:৩৩ দুপুর

কয়েক ঘন্টা আগেই প্রকাশিত হলো এই্চ.এস.সি পরীক্ষার ফলাফল।পাশের হার সন্তোষজনক শিক্ষামন্ত্রী আর প্রধান্মন্ত্রী।পাশের হার সারা বাংলাদেশে মাত্র ৭৮%। আর জিপিএ ৫ পেয়েছে মাত্র ৭০ হাজার ৬০২ জন।যা অতি নগণ্য।যশোরে পাশের হার মাত্র ৬০%।

পরীক্ষার আগে যেভাবে প্রশ্ন বিলি চলছিল সে হিসেবে আমি ভেবেছিলাম পাশের হার ৯৫% এর উপরে যাবে।আর জিপিএ ৫ পাবে হয়তো ১ লক্ষ্য ১০ হাজার এর কাছে।

৫০০ টাকার বিনিময়ে প্রশ্ন বিলি করা স্বতেও পাশের হার অতি সামান্য।

পাশের হার বাড়লেই শিক্ষার মান বাড়বে না।গত বারের তুলনায় পাশের হার বাড়লেও শিক্ষার মান কতটুকু বেড়েছে??

প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়ার মানে কি?

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253906
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৬
হতভাগা লিখেছেন : প্রশ্ন পত্র পরীক্ষার আগে পাইয়েও পাশের হার ৯৯% না হওয়া খুবই আশ্চর্যজনক
253958
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
ভিশু লিখেছেন : ভালো বলেছেন!
Loser Loser Loser
254047
১৩ আগস্ট ২০১৪ রাত ১০:১৫
শিশির ভেজা ভোর লিখেছেন : সুন্দর বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File