ফেসবুকে ফেমাচ কেমতে হবেন?

লিখেছেন লিখেছেন ব্লু শার্ক ২৭ জুলাই, ২০১৪, ১১:৪৬:৩৪ সকাল

ফেসবুক আজকাল আমরা সবাই কমবেশি ব্যবহার করি।

ফেসবুকের একটি জনপ্রিয় অপশন হলো লাইক বাটন।

যার পোষ্টে যত লাইক বেশি সে তত ফেমাস।তার ভাব ততই বেশি।কেউ কেউ সেলেব্রেটির পর্যায়ে চলে যায়।

আজকে আমি ফেমাচ হবার কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব।

প্রথমে আপনাকে একটা আইডি খুলতে হবে।আইডিটার নাম একটু সুন্দর দিন।নিজের নাম দিলেও চলবে তবে নামটাকে স্টাইলিশ ওয়ার্ড এ লিখেন।

তারপর লাইকার ফ্রেন্ড বানাতে হবে।লাইকার ফ্রেন্ড বানানোর জন্য সার্চ বক্সে লিখুন #লাইকার । তাহলে অই নাম দিয়ে অনেক আইডি পাবেন।তাদের অন্তত ৫০ জনকে এড করুন। তারা হয়ত সবাই এক্সেপ্ট করবে না। পরের দিন যারা এক্সেপ্ট করে নাই।তাদের রিকু কেনচেল করুন।এবার যারা এক্সেপ্ট করেছে তাদের পোষ্টে লাইক দিন।তাদের পোষ্টে যারা লাইক দিয়েছে তাদের এড করুন।প্রয়োজনে এক্সেপ্ট করার জন্য মেসেজ দিন।

প্রতিদিন লাইক দিন।আপনার অনেক রিকুয়েস্ট আসবে।

এভাবে ১ মাস চালানোর পর আপনি ফেমাস হতে পারবেন। আর হ্যা আমাকে ফেসবুকে এড বা ফলো করুন যে কোন সমস্যার সমাধান পেতে।

Follow Me @ https://www.facebook.com/arafat.faisal.355

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File