পাপিয়ার অযাচিত কথাবার্তাঃকিছু লক্ষণ খেয়াল করেছেন??
লিখেছেন লিখেছেন ব্লগার সাদমান ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫১:৩০ দুপুর
সাইয়্যেদা আসিফা আশরাফি পাপিয়া
জামায়াত সম্পর্কে জ্ঞ্যানপাপী ও ইসলাম সম্পর্কে অজ্ঞ এই নেত্রীর বক্তব্য
ফাঁস হয়ে যাওয়া টেলি-সংলাপের কাফ্ফারা নাকি নতুন এসাইনমেন্ট ???
সাইয়্যেদা আসিফা আশরাফি পাপিয়া বি.এন.পি.-র ডাকসাইটে নেত্রী। সাবেক এমপি এবং সুপ্রিম কোর্টের আইনজীবি। এ সৌভাগ্যবান দম্পতি ছাত্রজীবন থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের কৃপাদৃস্টিতে রয়েছেন।তাই আর পিছন দিকে থাকাতে হয়নি।স্বামী হারুনুর রসিদ চাপাই নবাবগন্জ সদর আসনের সাবেক এমপি এবং রাজশাহী অন্চলের বি.এন.পি.রাজনীতির অন্যতম কর্ণধার।দুজনেই আলেচিত-সমালেচিতও বিতর্কিত বটে।
চাপাইনবাবগন্জ সদর উপজেলায় জামায়াতের মাওলানা মখলিছুর রহমান মটর সাইকেল প্রতীকে বি.এন.পি.ও আওয়ামীলীগের প্রাথীকে ধরাশায়ী করে বিপূল ভোটে চেয়ারম্যান নির্বচিত হয়েছেন।এ দিকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সাবেক শিবির সভাপতি নুরুল ইসলাম বুলবুল সদর আসনে সম্ভাব্য এম.পি.প্রার্থী । আর এতেই হারুন-পাপিয়া দম্পতির যত মাথা ব্যথা।
আবার ফাঁস হয়ে যাওয়া টেলিফোন সংলাপে পাপিয়া বেকায়দায় পরেছেন। ইউকে বি.এন.পি.-র কমিটি গঠনের পরের দিনের এ ফোনের অডিও রেকর্ড ইউটিউবে প্রচারিত হচ্ছে। জনৈক প্রবাসী নেতার সাথে আলাপে পাপিয়াকে কয়টি পিলে চমকানো মন্তব্য করতে শুনা যায়; যেমন-
১.‘তারেক রহমানের রুচি আর পাল্টালো না’।
২.‘ওতো নিজে মেট্রিক পাশ তাই ফাইভ পাশের বাইরে পছন্দ করে না’।
৩.‘তারেক রহমানের মাথা খারাপ হয়ে গেছে-ক্চ্ছিু হবে না’।
৪.‘উনিতো পছন্দ করে না কোন ভাল লোককে,ভদ্র লোককে,যোগ্য লোককে- উনার পছন্দ তো -ঐরকমই;এজন্যইতো এই দলটা করতে পছন্দ হয় না”।
এ সপ্তাহে ইউকে বি.এন.পি.-র প্রতিস্টা বার্ষিকী সমাবেশে তারেক রহমান বলেছেন,‘ধর্ম কখনও রাজনীতির উপাদান হতে পারে না’। আওয়ামী বিরোধী বলয়ের প্রাণশক্তি-‘আলেম-ওলামা-ধর্মপ্রাণ-ইসলামী শক্তির হৃদয়ে আঘাতকারী আকষ্মিক এ অযাচিত মন্তব্য রহস্যময়। কিন্তু পাপিয়া এ সুযোগ নিতে মোটেই দেরী করলেন না। ভাইয়ার কাছে কাফ্ফারা আদায়ের এটি হয়তো তার কাছে সুবর্ণ সুযোগ । তাই ২৪ ঘন্টার মধ্যে চাপাই নবাবগন্জে সূধী সমাবেশে জামায়তের উপর চালালেন সাড়াশি বাক্যবান। যথারীতি তার এ বক্তব্যের পুরোটা জুড়েই রয়েছে রুচিবিরোধী ও শালিনতা বিবর্জিত শব্দের সমাহার। জোট রাজনীতি -ঐক্যের রাজনীতি তথা দেশপ্রেমিকদের দেশ রক্ষার লড়াইয়ে বাধ সাধার এ কোন নতুন এসাইনমেন্ট নয়তো?
চুনের ঘটিতে মুখ পোড়ানো বিড়ালের দুধ দেখলেও ভয় পাওয়ার মত অবস্থা। ৫ জানুয়ারী নির্বচনের পূর্বে সারা দেশে গড়ে উঠা দূর্বার আন্দোলন কতিপয় চিন্নিত নেতার রহস্যজনক ভ’মিকায় ব্যার্থতায় পর্যবাসিত হয়। বি.এন.পি.-জামায়াত সম্পর্কে ফাটল ধরানোর অবিরাম সরকারী কুশিষের এ পর্বে কি পাপিয়াও জড়িয়ে গেলেন ? না কি ‘ এজন্যইতো এই দলটা করতে পছন্দ হয় না”-এর পরবর্তি ঠিকানা কনফার্ম করার কোন কৌশল ?
চাপাই নবাবগন্জে ১৯৮৫ সালের ১১ মে-র শোকাবহ ঘটনার ১১ শহীদের রক্ত-স্নাত পথে জামায়াত-শিবিরেরউত্থান হয়েছে। কারও দয়া-টাকা-প্রতারনার কোন প্রশ্নই ওঠে না। ইসলাম বিরোধী আওয়ামী অপশক্তি মোকাবিলায় বি.এন.পি. কে যথার্থ মনে করে জনগন অতীতে মাঝে মধ্যে গ্রহন করে নিয়েছিল। কিন্তু বিগত সময়ে বি.এন.পি. চরম ব্যর্থতায় মোহমুক্তি ঘটছে।তাই শুধু চাপাই বা বগুড়াই নয়,জামায়াত ও বি.এন.পি. উভয়ের চেয়ারম্যান প্রার্থী ছিলেন এমন শতকরা ৮৮% ক্ষেত্রে দেশবাসী বি.এন.পি.কে প্রত্যাখ্খান করে জামায়াতকে বেছে নিয়েছেন । সাধারন মানুষের অভিব্যাক্তির এই সহজ বিষয়টি অনুধাবন করে করনীয় ঠিক করে নিলেই অহেতুক প্রলাপ বকতে হয় না।
® সিরাজুল ইসলাম শাহীন™
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিশেহারা রাজনীতির এসব নেতাদের কথায় জাতির বা জোটের উপকার না হলেও কিছু লোককো অন্তত খুশী হবে। পাপিয়া হয়তো তাতেই খুশী। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন