১৫ই আগস্ট ও আগামীর প্রত্যাশা
লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ১৫ আগস্ট, ২০১৬, ০১:৫৮:২৮ দুপুর
১৫ আগস্টের ব্যপারে বলবো কোন আদর্শকে হত্যা করে দমন করা যায় না যে কোন মতবাদকে মতবাদ দিয়ে মোকাবেলা করতে হয় যদি সন্ত্রাস করে মোকাবেলা করে তাহলে এটা ব্রেকফায়ার করবে । ১৯৭১ সালের পর থেকে অনেক ঘাতপ্রতিঘাতের মধ্যে থেকে বাংলাদেশ এগিয়ে চলছে পৃথিবীর কোন দেশ এই রকম চ্যালেঞ্জ মোকাবেলা করেছে কিনা জানা নাই । বাংলাদেশের রাজনীতির মেইন সমস্যা হল দোষারোপের রাজনীতি, রাজনীতিতে কেউ কেউকে ছাড় দিতে চায় না । মানুষের মাঝে দেশপ্রেমের অভাব রয়েছে প্রকটভাবে মজার বিষয় হল এই দেশে আবার দেশকে নিয়ে গান কবিতা বেশি যা পৃথিবীর কোন দেশে নেই । স্বাধীনতা লাভ হয়েছিল সেই ৭১ সালে এতদিনে এই দেশ সোনারবাংলায় পরিনত হওয়ার কথা ছিল উন্নয়নের রোল মডেল হয়ে বাংলাদেশ ছাড়িয়ে যাওয়ার কথা ছিল মালয়েশিয়া, ভারত,আরব আমিরাত, সিঙ্গাপুরের মত দেশগুলিকে কিন্ত অপরাজনীতির কারণে কাংক্ষিত উন্নয়নের সঠিক মাইলফলকে প্রবেশ করতে পারে নাই । যদি মালয়েশিয়ার কথা বলি আশির দশকে যে মালয়েশিয়া ছিল বন জংগলে ভরা বাংলাদেশে হাজার মালয়েশিয়ান ছাএ আসতো বাংলাদেশে এখন চিএ টোটালি বিপরিীত । বাংলাদেশে দরকার ছিল এমন একজন মাহাথিরের , যুদ্ধ করে যে দেশ স্বাধীনতা লাভ করেছিল সঠিক লিডারশীপের কারণে এইভাবে দেশ দুমরে পিছিয়ে যাবে মানতে পারি না । হত্যার রাজনীতি দেশকে অনেক পিছিয়ে দিয়েছে । আমি এখনো মনেকরি শেখ মুজিব জিয়া বেচে থাকলে দেশের চেহারা ভিন্ন হতো এতে কোন সন্দেহ নেই । ১৫ আগস্টের ভয়াবহ হত্যার নিন্দা করি এইভাবে হত্যার কোন দরকার ছিল না । সঠিক পরিকল্পনার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালি করে এখনও এগিয়ে যাওয়া সম্বাভ । যদিও আকাশে কালো রং দেশি তবুই সবসময় আশায় আছি লাল রং দেখার । বাংলাদেশ চিরজীবি হউক
বিষয়: রাজনীতি
১০০১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন