অসময়ে চলে গেলেন গণতন্ত্রের এক বীর সৈনিক
লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ১৩ অক্টোবর, ২০১৪, ০২:০১:২১ দুপুর
বাংলাদেশের টকশোর জনপ্রিয় মুখ অধ্যাপক পিয়াস চলে গেলেন না ফেরার দেশে । বড় অসময়ে তার এই চলে যাওয়াকে মেনে নিতে পারছি না , তার সবছেয়ে বড় গুন ছিল সাহসীকতার সাথে সব সময় সাদাকে সাদা কালোকে কালো বলতেন । শত হুমকির মাঝে ও সত্য বলতে পিছপা হতেন না এমন লোক এই সময়ে বাংলাদেশে খুব বিরল । ড, পিয়াস করিম সত্যিকার প্রগতিশীল লোক ছিলেন এবং চিন্তা চেতনায় ছিলেন গণতান্ত্রিক , তিনি চাইতেন এইদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাক এবং মুক্ত চিন্তার বিকাশ । আজকের দিনে এই কথা বলতেই হবে বাংলাদেশে টিভি টকশোর ইতিহাসে সত্যবাদিতার জন্য পিয়াস একটা ইতিহাস হয়ে থাকবেন, বাংলাদেশ তথা সারা বিশ্বব্যপি গণতন্ত্রের জন্য যে লড়াই চলছে তার মত লোকের সামনের কাতারে থাকা অনেক প্রয়োজন ছিল । আমরা তার সংগ্রামী আত্মার মাগফিরাত কামনা করি
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন