১১ই সেপ্টেম্বর ২০০১ এর পর বিশ্বরাজনীতিতে নতুন মাএা

লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৮:২৩ সকাল

আজকে হল ভয়াবহ ১১ই সেপ্টেম্বর, ২০০১ সালের এইদিনে আমেরিকার টুইন টাওয়ারে হামলায় প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে তার মাঝে ছয়জন বাংলাদেশি ছিল । আমরা এই ইতিহাসের ভয়াবহ হামলার নিন্দা করি , নিরহ মানুষকে হত্যা করে কোন সমাধান নাই । মূলত ১১ই সেপ্টেম্বর ২০০১ সালের পর থেকে বিশ্বরাজনীতিতে নতুন মাএা যোগ করে যা আজও বিদ্যমান এই জন্য আমেরিকা আল কায়দাকে দায়ী করে । ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পরপরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লুউ বুশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এ ঘোষণা দেয়ার এক মাসের কম সময়ের মধ্যে আমেরিকা সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দাকে নির্মূল করার অজুহাতে আফগানিস্তানে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। এর মাত্র দুই বছর পর ২০০৩ সালে আমেরিকা ইরাকেও হামলা চালায়। এরপর থেকে আমেরিকা সন্ত্রাসীদের দমনের অজুহাতে বিশ্বের বিভিন্ন দেশে গুপ্তচর বৃত্তিসহ সামরিক হস্তক্ষেপ করা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে মার্কিন কর্মকর্তারা বিপুল অংকের অর্থ ব্যয় করা ছাড়াও নতুন নতুন পদ্ধতিতে নির্যাতন ও গোয়েন্দা চক্র গড়ে তোলার মত নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরও বিশ্ববাসী এখনো সহিংসতা ও সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত হতে পারেনি। মূলত তার পর থেকে আমেরিকা মুসলমানদের সন্দেহের চোখে দেখছে । গোটা পৃথিবীতে অনেকে আল কায়দাকে এখনো অনেকে রহস্যময় মনে করে গত বছর লাদেন মারা গেল তার লাশ দেখালো না আমেরিকা এটা রহস্যের ভিন্ন মাএা যোগ করেছে । তারপরও আমরা মনে করি ইসলাম কখনো সাধারণ মানুষকে হত্যা সাপোর্ট করে না সে যে ধর্মের হোক না কেন......আবু বকর ঢাকা ১১।৯।২০১৪

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264489
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
মামুন লিখেছেন : " ইসলাম কখনো সাধারণ মানুষকে হত্যা সাপোর্ট করে না সে যে ধর্মের হোক না কেন "- খুব ভালো বলেছেন।
অনেক ধন্যবাদ লেখাটির জন্য।
শুভেচ্ছা রইলো। Rose Good Luck
265094
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
আবু বকর২৪ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File