বাংলাদেশের বাম রাজনীতি । ডান বাম আসলে কি?

লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩১:৫০ রাত

ভাবতে লজ্জা হয় বাংলাদেশে বাম রাজনীতির পতাকা আজকে কাদের হাতে । নীতি আদর্শহীন লোকদের হাতে বাংলাদেশের বাম রাজনীতি তারা হয়তো জানে না ডান বামের প্রকৃত সংজ্ঞা কি , এই জন্য প্রকৃত বাম ডান এবং বাংলাদেশে যারা বাম রাজনীতিকে নষ্ট করেছেন তাদের মুখোশ খুলে দেয়ার জন্য বাম এবং ডান আসলে কি তা বুঝার জন্য কিছু লেখার চিন্তা করছি। বাম রাজনীতি হল left-wing politics are political positions or activities that accept or support social equality, (Wikipedia,) তারা সামাজিক নায্যতা বিশ্বাস করে তারা মনে করে সমাজে ধনী গরীব সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে , বলা যায় সামাজিক বৈষম্যের বিরোধী হল সত্যিকারের বাম রাজনীতি । বাংলাদেশে অনেকে মনে করে বাম রাজনীতি শুধু সেকুল্যার এবং প্রগতিশীলদের জন্য তাদের এই ধারনা ভূল । তবে একদিক দিয়ে তাদের দোষ দিয়ে লাভ নাই কারণ বাংলাদেশে যারা নিজেদের বাম দল বলে দাবী করে তাদের মাঝে বামের সঠিক আদর্শ নাই । বলা যায় এই দেশের বাম রাজনীতি হল কিছু মুনাফিক সুবিধাভুগিদের হাতে । বাম রাজনীতি নিয়ে লেখার পর একজন ফোন করে বললো ভাই বাংলাদেশে মেনন, ইনু, মুনজুরুল আহসান ,হায়দায় আকবরা যে বাম রাজনীতি করছে কিভাবে দেখেন । বললাম এরা আসলে কোন পয্যায়ে পড়ে না কিভাবে সুবিধা ভোগ করা যায় তারা এটা মনের ভিতর লালন করে তার বাস্তব উদাহরণ হল আজকের ইনু, বাম রাজনীতির মূল কথা হল দেশের জন্য মানুষের জন্য সকল ক্ষেএে আত্যত্যাগ করা নিজকে উজাড় করে দেওয়া । বাংলাদেশে যারা করছে তাদের মাঝে কি এমন উপাদান আছে? আদৌ পাবেন না, তবে প্রতিবেশি দেশ ভারতে কিছুটা হলেও বামের আসল রুপ দেখতে পাওয়া যায় যেমন ভারতে যারা বাম রাজনীতি করছে তার মাঝে দেশপ্রেম আছে তবে তারা ও পুরাপুরি করতে পারছে না । পুরাপুরি করতে গেলে আপনাকে সকল ক্ষেএে নিরপক্ষ হতে হবে যেমন ধর্ম দিক থেকে শুরু করে সকল দিকে। ডান রাজনীতি হল Right-wing politics are political positions or activities that view some forms of social hierarchy or social inequality as either inevitable, natural, normal, or desirable, typically justifying this position on the basis of natural law or tradition…. (Wikipedia,)তারা শ্রেণী প্রথায় বিশ্বাস করে । ডানপন্থার মূল আদর্শ হল দেশের সবাই তার পদবী আনুসারে সুযোগ সুবিধা ভোগ করবে যেমন একজন ডাক্তার তার যে সুবিদা পাবে একজন রিক্সা চালক তা পাবে না কিন্ত বাম ধারার যে পজিশনে থাকুক না কেন সবাই সমান সুবিধা ভোগ করবে । অনেকে ডানপন্থাকে বৈষম্য মনে করে । ডানের মাঝে অনেক শ্রেণীবিভাগ আছে যেমন Radicalism, Liberalism, Moderism ,Conservatism, Reactionism ,Syncretic, Extremis, Partisan, Fundamentalis, Fanaticism । বাংলাদেশে অনেকে বলে আরে ভাই এক লোকটা বামপন্থী নামাজ নাই রোজা নাই ইত্যাদি আবার অনেকে মনে করে শুধু প্রগতিশীলরাই বাম করতে পারে । তারা এটা মনে করে কারণ তারা সত্যিকার বামধারা দেখে নাই তারা দেখেছে বাংলাদেশের নষ্ট বামদের । আমিতো মনে করি ডানরাই মূলত খারাপ কারণ তারা শ্রেণী প্রথা বিশ্বাস করে যেমন একটা উদাহরণ দিলে বুঝা যাবে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি কিন্ত ডানপন্থী রাজনৈতিক দল তারা মনে করে ভারতে সব কিছুতে হিন্দুত্ববাদীরা প্রধান্য পাবে । তার মানে হল তারা শ্রেণীর পক্ষে কাজ করে । আর বাম বলতে নামাজ নাই রোজা নাই এই সব কথার কোন ভিওি নাই । বাম এবং ডান দুইটা জিনিস ভালভাবে বুঝে এগিয়ে যেতে হবে।

বিষয়: বিবিধ

৬৬৮৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261934
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৪
কাহাফ লিখেছেন : নতুন ব্যাখ্যা দিচ্ছেন মনে হচ্ছে.......। লাভ নাই কোন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File