পাকিস্তানের রাজনীতির গতিধারা
লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ২৩ আগস্ট, ২০১৪, ১১:০৫:৫৮ রাত
গত এক দশক ধরে পাকিস্তানের রাজনীতির খোজ খবর রাখছি বলা যায় পাকিস্তানের রাজনীতির অবস্তা মোটামুটি বাংলাদেশের মতো বলা যার ।এক পার্টি অপর পার্টির প্রতি বিশ্বাসের অভাব রয়েছে বলা যায় । তবে এখন কিছু ক্ষেএে তারা বাংলাদেশ থেকে এগিয়ে বলা যায় । লাস্ট যে ইলেকশান হল এটা সে দেশের গণতন্ত্রের পথে একটা মাইলফলক বলা যায় । ইলেকশানের ফলে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ শরীফের দল সরকার গঠন করে , নওয়াজ অনেক সংগ্রাম এবং পরশ্রমের ফলে আজকের এই জায়গায় এই কথা বলতেই হবে । ১৯৯৮ সালে তার থেকে পারভেজ মোশারফ অবৈধভাবে ক্ষমতা কেড়ে নিয়েছিল যাক এটা অন্য আলোচনা আজকে এই বিষয়ে বলবো না । আমরা মনে কোন সরকারের কাছে আলাদিনের চেরাগ নাই যে রাতারাতি কিছু করে ফেলবে যে কোন সরকারকে টাইম দিতে হয় । পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ও সাবেক গ্রেট খেলোয়ার ইমরান খান নতুন কিছু করার শফত নিয়ে রাজনীতিতে আগমন করে খুব কম সময়ের মাঝে জনপ্রিয় হয় দলটি । তবে লক্ষনীয় বিষয় হল এখন তারা সরকার পতনের আন্দোলন করছে পাকিস্তানে তাদের এই আন্দোলন ব্রেক ফায়ার করবে এবং সাধারণ দলে পরিনত হবে ইমরান খানের দল কারণ গণতান্ত্রিক সরকারকে সময় না দিয়ে নতুন কোন সাময়িক শাসন আনার উসকানীকে পাকিস্তানের জনগণ মেনে নেবে না । আমরা সব সময় চাই বাংলাদেশের আশেপাশের দেশগুলি গণতান্ত্রিকভাবে শক্তিশালি হউক তখন দক্ষিন এশিয়ায় শান্তির পাশাপাশি বাংলাদেশ ও লাভবান হবে
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন