......... কারন সে পথশিশু
লিখেছেন লিখেছেন আনমনে রাকিব ২৬ জুলাই, ২০১৪, ০৬:১৪:৩৩ সন্ধ্যা
আপনি পরিবারের সবার জন্য
শপিং করছেন,
কিন্তু, শপিং থেকে বের হবার পর
ছোট্ট একটি বাচ্চা যখন 'স্যার' 'স্যার'
বলে আপনার পিছু নিলো তখন
ফিরেও
তাকালেন না তার দিকে......
কারণ সে পথশিশু....
.......আপনি আপনার
গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে গেলেন..কারণ
গার্লফ্রেন্ডের জামা পুরাতন
হয়ে গেছে,
কিন্তু, শপিং করা ব্যাগ
গুলো গাড়ি নাগাত যে ছোট্ট
মেয়েটি বয়ে নিয়ে দিলো, তার
গায়ের ছেড়া জামাটি আপনার
দৃষ্টি কাড়েনি..
কারণ সে পথশিশু....
........অফিস
শেষে চকচকে গাড়িতে করে বাসায়
ফিরছেন।
কিন্তু, সেই গাড়িটি যে ৮ বছরের
ছেলে রাজুর
হাতে ধোয়া মোছা হয়েছে সেটি একবারও
ভাবলেন না....
কারণ রাজু পথশিশু.....
........রাস্তায়
জ্যামে আটকে আছেন....একটি মেয়ে কতগুলো ফুলের
মালা নিয়ে এসে গাড়ির গ্লাস
ধাক্কালো...তার কাছ
থেকে স্ত্রীর
জন্য ফুল কিনলেন.....
কিন্তু, নতুন জামা কেনার জন্য ১০
টাকা বেশি চাওয়াতে তাকে ধাক্কা মেরে রাস্তায়
ফেলে দিলেন!!
কারণ সে পথশিশু....
......আপনার সুন্দর
ফুটফুটে মেয়েকে নিয়ে রাস্তায়
বের
হয়েছেন....তাকে নানান রকম
খেলনা কিনে দিচ্ছেন..
কিন্তু, আপনার পাশেই ছোট্ট
একটি মেয়ে রাস্তার এক
পাশে বসে বসে বালি নিয়ে খেলা করছে,
আপনি তাকিয়েও দেখলেন না!
কারণ সে পথশিশু.....
......হাজার টাকায় কেনা জুতা/সু
পরে রাস্তায় বের হবার পর সু
ময়লা হয়ে গেছে।
তা কালী করিয়েছেন ১২ বছরের
একটি ছোট্ট ছেলেকে দিয়ে....
কিন্তু, তার প্রাপ্য টাকার থেকেও
তাকে ১০ টাকা কম দিয়েছেন....
কারণ সে পথশিশু.......
......রেল স্টেশন
থেকে রিক্সা নাগাত
অনেক কষ্ট করে আপনার ব্যাগ
বয়ে দিলো যে ছেলেটি তাকে আপনি ১০
টাকা দিয়ে বিদায় করে দিলেন..
কিন্তু, ভাবলেন না তার ঈদে নতুন
জামা কেনা হয়েছে কিনা!!
কারণ সে পথশিশু.....
রাস্তার ধারে, রেল স্টেশনে, বাস
স্টেশনে, লঞ্চঘাটে, ফুটপাতে,
ডাস্টবিনের
পাশে....খেলা করা আর
ঘুরে বেড়ানো ওই ছোট্ট
শিশুরা হয়তো আপনার আমার
মতো সোনার চামচ
মুখে নিয়ে জন্মায়
নি........
তবুও....
পথশিশুরা পথের
ময়লা কুড়িয়ে খাওয়া কাঁক নয়,
তারা নিজের ঘর বুনতে পারা বাবুই।
......ওরাও মানুষ......
......ওদেরও
আছে ভালোভাবে বেঁচে থাকার
অধিকার......
.....একটু আদর, ভালোবাসা,
সহানুভূতি পাওয়ার অধিকার.....
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন