আমি না তুমি?

লিখেছেন লিখেছেন কামরুল হাসান অপু ২৪ জুলাই, ২০১৪, ০৪:৫১:৫১ রাত

বন্ধু, আড্ডা, গান

চারিদিকে প্রাণ, কত প্রাণ

তারই মাঝে বসে হাসি

করি অনুভুতির অপমান

বলে, "ভুলে যাও, ভুলে যাও"

ভোলা হল না তাও,

মুখে বলি, "ভুলে গেছি"

বলি, "গল্পটা পাল্টাও"

তুমি চলে যাও,

একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার?

তোমার না আমার?

বলে দাও......

নিজের সাথে যুদ্ধ আমার

আমি শত্রু আমি হাতিয়ার

চাইছ তুমি, পারবেনা তো

করতে উপকার

আজকে আমি যুদ্ধে জয়ী

নিজের সপ্ন নিজেই গড়ি

তুমি আমার বাঁচতে শেখার

প্রথম হাতেখড়ি

তুমি চলে যাও,

একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার?

তোমার না আমার?

বলে দাও......

স্বপ্নের শুরুতে তুমি,

কিছুদূরও ছিলে তুমি

মাঝ পথে চলে গেলে,

শেষটা করবে কে?

এতো নয় অভিযোগ,

এ নয় হতাশা,

শুরুটাতে ছিলে তুমি

এই কি বেশি না?

তুমি চলে যাও,

একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার?

তোমার না আমার?

বলে দাও...... —

বিষয়: বিবিধ

৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File