»আইনের লোকের বেআইনি কাজ«
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০৭ নভেম্বর, ২০১৪, ০৭:১০:১৩ সকাল
দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড়ের একটি জমি নিয়ে আলী আহম্মেদের সাথে কাউন্টার ফারুকের একটি দ্বন্দ চলছিলো। স্থানীয় ভাবে মিমাংসা না হওয়াই আলী আহম্মেদ সিভিল কোর্টে মামলা দায়ের করে অনেক আগে। মামলা চলছে কি রায় দিবে তা বিঞ্জ আদালতের ব্যাপার। আদালতে বিচারাধীন থাকা অবস্থায় এই জমির সমস্যা সমাধান কেউ করতে পারেনা। তার পরেও ঘোড়াঘাট থানার ওসি জনাব ইমরুল কায়েস ফরহাদ কি ভাবে জোড় করে এর সমাধান দিতে চায় তা কারো বোধগম্য নয়। আমাদের জানামতে পুলিশ আদালতের নির্দেশ পালন করার কথা। অথচ আদালতে মামলা থাকা অবস্থায় ওসি কি ভাবে ঐ জমি নিয়ে আলী আহম্মেদকে থানায় বসার জন্য নোটিশ প্রদান করে আল্টিমেটাম দেয়। দেশে কি আইনের শাসন একে বারে উঠে গেল নাকি জোড় যার মুল্লুক তার। আর এই জমি যে দাবি করছে সে আওয়ামীলিগ করে বিধায় তাই ওসি তার পক্ষে অন্যায় দাবি আদায়ের জন্য কত টাকা খেয়ে কাজ করছে তা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যদি তাইনা হবে তাহলে আদালতে মামলা থাকা অবস্থায় কি ভাবে ওসি এই বিচার হাতে নিয়ে বিবাদীকে হুমকি দেয়।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন