তোমাকে ভেবে নিশ্চুপ আমি

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ২৫ অক্টোবর, ২০১৪, ০৬:৪৪:৪৯ সন্ধ্যা

মাঝে মাঝে তোমাকে ভেবে

একেবারে নিশ্চুপ হয়ে যাই আমি

আমি কি এমন ছিলাম আগে ?

এটা জানে অন্তরজামি,

তুমিতো ভালো আছো তোমার মতো করে

হারিয়ে গেছি আমি অনেক মানুষের ভিরে।

সবকিছুই আছে শুধু তুমি নেই পাশে

বলেছিলে আসবে একদিন ফিরে,

যখন আসবে হয়তো তখন

আমি থাকবো না এই পৃথিবীর তরে।

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278099
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৫
অনেক পথ বাকি লিখেছেন : তুমিতো ভালো আছো তোমার মতো করে
হারিয়ে গেছি আমি অনেক মানুষের ভিড়ে।

আহারে Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
278110
২৫ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File