আমি অবাক

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ১৯ অক্টোবর, ২০১৪, ০৬:০০:২৫ সন্ধ্যা

"শালা আমিতো অবাক"

নিশিরাতে জেগে দেখি,

গাছের ডালে কাক,

শালা আমিতো অবাক!!

চোর ঢুকেছে ঘরের ভেতর,

দরজাছিলো ফাঁক?

শালা আমিতো অবাক!!

মোবাইল নিলো,টিভি নিলো,

রিমোট না হয় থাক?

শালা আমিতো অবাক!!

পাচ্ছে যা তা নিচ্ছে ভরে,

দুই হাতেরই মুঠোয় করে,

চোরটা তো নির্বাক,

শালা আমিতো অবাক!!

সব মালামাল বস্তা ভরে,

চোর পালালো চুরি করে,

যাক না চলে যাক,

শালা আমিতো অবাক!!

মধ্যরাতে অন্ধকারে,

কুত্তা ডাকে জোরে জোরে,

শিয়ালরা দেয় হাক!

শালা আমিতো অবাক!!

ভয়ে শরীর শিউরে ওঠে,

না জানি আজ কি যে ঘটে?

আবার ডাকে কাক?

শালা আমিতো অবাক!!

হয়নি রাতে তেমন কিছু,

কোন ভূতই নেয়নি পিছু,

বেঁচে গেছি যাক......

শালা আমিতো অবাক!!

সকালে দেখি পুরো পাড়া,

মারছে সবাই বেরেক ছাড়া,

মানুষ যে ঝাঁক ঝাঁক!

শালা আমিতো অবাক!!

দেখলাম আমি মারছে তারা,

চোরটা নাকি পড়ছে ধরা,

চোরের মাথায় টাক,

শালা এবারতো আমি পুরাই অবাক!!!!

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276057
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
আফরা লিখেছেন : আমি ও অবাক ! ! ! এক কবিতায় ১২ বার শালা কে দিয়েছেন ডাক ।আমি তো অবাক !!
276065
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
276072
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আগেও পড়েছি নাকি??

কেমন যেন মনে হলো Thinking? Thinking


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
276079
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
শেখের পোলা লিখেছেন : হয়নি চুরি,আহা মরিি,
দরজা ছিল ফাঁক,
হৈ হল্লা না করে,
থানা পুলিশ ডাক৷
276142
১৯ অক্টোবর ২০১৪ রাত ১০:৪১
চিলেকোঠার সেপাই লিখেছেন : বাই সিরাম হইছে।
276143
১৯ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৫
ফেরারী মন লিখেছেন : এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File